West Bengal Election 2021: পাকা সেতুর দাবিতে ভোট বয়কটের ডাক বাঁকুড়াবাসীর

0
134

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: পাকা সেতুর দাবিতে এবার ভোট বয়কটের ডাক দিলেন সম্মিলীত এলাকাবাসী। বাঁকুড়ার সোনামুখী বিধানসভা এলাকার পাত্রসায়রের গোস্বামী গ্রামের ঘটনা।

এলাকার মানুষের দাবি, ভোট আসে ভোট যায়। প্রতিবার ভোটের আগে রাজনৈতিক দল গুলির তরফে এই সেতু তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু সময়ের নিয়মে ভোট চলে যায়। প্রতিশ্রুতি পূরণ হয় না। দীর্ঘদিন আগে তৈরি একমাত্র বাঁশের সাঁকো দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বাঁকুড়ার গোস্বামী গ্রাম সহ মামুদপুর, ভগবতীপুর, সালখাড়া, পূর্ব বর্ধমানের গলসী গোহগ্রাম, পুরাতন গ্রামের অসংখ্য মানুষ যাতায়াত করেন।

- Advertisement -

তাই এবার আর প্রতিশ্রুতি নয়, বাঁশের সাঁকো ভেঙে পাকা সেতুর দাবি পূরণ না হওয়া পর্যন্ত ভোট বয়কটের সিদ্ধান্তে তারা অনড় থাকবেন বলে জানিয়েছেন। গ্রামবাসীদের তরফে আরও দাবি, বাঁকুড়ার শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত সোনামুখী বিধানসভা এলাকা। ফলে চাষিদের উৎপাদিত কৃষিজ দ্রব্য বাজারজাত করতে এই সেতুই একমাত্র ভরসা। এমনকি এলাকার অসংখ্য ছাত্রীও শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছায় এই নড়বড়ে বাঁশের সেতু দিয়েই।

আর নিজেদের দাবিকে যথাস্থানে পৌঁছে দিতে ওই বাঁশের সাঁকোর সামনে হাতে লেখা প্লেকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হন সংশ্লিষ্ট এলাকার মানুষ।