west bengal assembly election 2021: বোলপুরে ভোট চুরির ঘটনায় রিপোর্ট তলব কমিশনের

0
158
টুইটার থেকে প্রাপ্ত

কলকাতা ও বোলপুর: বোলপুরের স্কুল নির্বাচনে নির্বাচনী আধিকারিকদের উপস্থিতিতে ভোট চুরির অভিযোগের ঘটনায় নড়েচড়ে বসল কমিশন৷ কমিশন সূত্রের খবর, ইতিমধ্যে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসকের কাছে এবিষয়ে রিপোর্ট তলব করেছে কমিশন৷ আগামী ২৯ এপ্রিল ভোট রয়েছে বীরভূম জেলায়৷ স্বভাবতই নিরাপত্তা ব্যবস্থাকে আরও আঁটোসাঁটো করারও পরিকল্পনা নিচ্ছে কমিশন৷

প্রসঙ্গত, আর পাঁচদিনের মতো বুধবারও বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বোলপুরের বিজেপি প্রার্থী ড: অনির্বাণ গঙ্গোপাধ্যায়৷ ইলামবাজারের শীর্ষা অঞ্চলে ভোট প্রচারে থাকাকালীন তাঁর কাছে খবর আসে যে বোলপুর হাইস্কুলে শিক্ষক পরিচালন সমিতির নির্বাচনে ভোট চুরি হচ্ছে প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে৷

- Advertisement -

এরপরই সদলবলে ঘটনাস্থলে পৌঁছান অনির্বাণবাবু৷ তাঁর অভিযোগ, ব্যালট বক্স সিল করা ছিল না৷ ভোট দেওয়ার জায়গায় জটলা করে দাঁড়িয়েছিলেন তৃণমূলের লোকজন এবং একসঙ্গে তিনজন ভোট দিচ্ছিলেন৷ সঙ্গীরা স্কুলের ভোটগ্রহণের এহেন দৃশ্য ক্যামেরা বন্দী করেন৷ পরে সেই ফুটেজ নিজের ফেসবুক ওয়ালেও পোস্ট করেন অনর্বাণবাবু৷

কমিশনকে জানানো লিখিত অভিযোগের সঙ্গে জমা দেন সংশ্লিষ্ট ফুটেজও৷ যাতে ভোট চুরির একাধিক নমু্না সামনে এসেছে৷ সূত্রের খবর: এহেন ভিডিও ফুটেজ দেখার পরই নড়েচড়ে বসেছে কমিশন৷ ঘটনাচক্রে সেই সময় সংশ্লিষ্ট স্কুলে হাজির ছিলেন মহকুমাশাসকও৷ কেন তিনি কোনও পদক্ষেপ গ্রহণ করলেন না উঠছে সেই প্রশ্নও৷

অবিলম্বে ভোট বাতিলের পাশাপাশি সংশ্লিষ্ট মহকুমা শাসকের অপসারণেরও দাবি জানিয়েছেন বিজেপি প্রার্থী৷ কমিশন সূত্রের খবর, তদন্তে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে৷ অনির্বাণবাবু বলেন, গত ১০ বছরে বাংলার উন্নয়নের টাকা চুরি করে নিজেদের সম্পত্তি বাড়িয়েছেন তৃণমূল নেতারা৷ আর ভোট এলে এভাবে ভোট চুরি করে ক্ষমতা ধরে রেখেছেন৷ এবারে এর বদল ঘটবে৷ পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর তদারকিতেই ভোট প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছি৷

এরই মাঝে লক্ষীবারেও হল বাড়ি বাড়ি প্রচার অভিযান। এদিন ইলাম বাজার বনাঞ্চল ও বোলপুরের বনডাঙা এলাকায় বাড়ি বাড়ি প্রচার অভিযানে যোগ দেন বিজেপি প্রার্থী। সবমিলিয়ে এদিন বিধানসভা এলাকার সাতটি বুথের কয়েক হাজার মানুষের সঙ্গে দেখা করেন তিনি।

শুরু থেকেই প্রচারে তৃণমূলের দু’বারের মন্ত্রী-বিধায়ক-প্রার্থী চন্দ্রনাথ সিংহকে তিনি যে গোল দিয়ে রেখেছেন তা একান্তে মানছেন তৃণমূলের কর্মীরা। বলছেন, এলেম আছে ভদ্রলোকের। পায়ে হেঁটেই জন সংযোগের সিংহভাগ কাজ সেরে ফেললেন আস্ত বিধানসভা এলাকায়। অথচ আমাদের দু দু’বারের বিধায়ক এখনও বহু এলাকা চেনেই না!