নয়া আতঙ্ক মাঙ্কি পক্স, বাংলার হাসপাতালগুলিতে আইসোলেশন বেড প্রস্তুত রাখার নির্দেশ

0
120

কলকাতা: করোনার চোখ রাঙ্গানি একটু কমতেই বিশ্ববাসীর আতঙ্ক বাড়িয়ে হাজির হয়েছে মাঙ্কি পক্স (Monkey pox)। ইতিমধ্যেই ১২ বেশি দেশে হানা দিয়েছে এই মারাত্মক রোগ। ইতিমধ্যেই ভারতেও জারি করা হয়েছে সতর্কতা। দেশের অনেক রাজ্যই স্বাস্থ্য দফতরকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। এবার সেই পথেই হেঁটেছে বাংলা। মাঙ্কি পক্সের বিস্তারের কথা মাথায় রেখে এবার পশ্চিমবঙ্গ সরকারও হাসপাতালগুলিকে আইসোলেশন বেড প্রস্তুত করতে বলেছে।

শুক্রবার স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের হাসপাতালগুলিকে মাঙ্কি পক্সের লক্ষণ সহ বিদেশ থেকে আগত রোগীদের থাকার জন্য আলাদা সুবিধার ব্যবস্থা করতে বলেছে। একটি পরামর্শে, স্বাস্থ্য বিভাগ হাসপাতালগুলিকে আইসোলেশন বেড প্রস্তুত রাখার কথা বলেছে। স্বাস্থ্য দফতর সন্দেহভাজন রোগীদের থেকে নমুনা সংগ্রহ করতে এবং পুনে-ভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানোর নির্দেশ দিয়েছে। পরামর্শে বলা হয়েছে, “যদিও ভারতে মাঙ্কি পক্সের খবর পাওয়া যায়নি, তবে বিভিন্ন দেশ থেকে নতুন কেস শনাক্ত হওয়ার সাথে সাথে ভারতে এই রোগ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।”

- Advertisement -

আরও পড়ুন- কেন উত্তপ্রদেশের উন্নয়নের মান মাপকাঠির নীচে যাচ্ছে, জানালেন অখিলেশ যাদব

এই পরামর্শ সমস্ত জেলা প্রশাসন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (KMC) এবং সমস্ত মেডিকেল কলেজের সুপারিনটেনডেন্টদের কাছে পাঠানো হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর ডিরেক্টর-জেনারেল সমীরণ পান্ডা বলেছেন, “এই মুহূর্তে ভারতে কারও শরীরে মাঙ্কি পক্স ভাইরাসের কোনও প্রমাণ নেই, তবে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে৷ যে কেউ বিদেশ থেকে বা বিদেশ থেকে আসছেন৷ জ্বর এবং মাথাব্যথার মতো উপসর্গ দেখা মাত্রই আইসোলেশনে রাখা উচিত।” তবে শুধু বাংলা নয় করোনার মত লাগামছাড়া গতিতে যাতে এই সংক্রমণ বৃদ্ধি পেতে না পারে তারই আগাম ব্যবস্থা হিসাবে মুম্বাই নাগরিক সংস্থা সন্দেহভাজন রোগীদের বিচ্ছিন্ন করার জন্য আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছে।