বিক্ষোভের জেরে ফের উত্তপ্ত Visva-Bharati, পড়ুয়াদের লক্ষ্য করে ঢিল ছুঁড়ে বিতর্কে জড়ালেন উপাচার্য

0
31

খাস ডেস্ক: বিশ্বভারতী ঘিরে ফের নতুন বিতর্ক। বিক্ষোভের মুখে পড়ে আন্দোলনকারী পড়ুয়াদের লক্ষ্য করে ঢিল ছুঁড়লেন স্বয়ং উপাচার্য। এই ঘটনায় ইতিমধ্যেই শোরগোল ছড়িয়েছে।

আরও পড়ুন: গত তিন বছরে ভারতে কত সংখ্যক সাইবার ক্রাইমের ঘটনা ঘটেছে, লোকসভায় তথ্য দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

- Advertisement -

বিশ্বভারতীর (Visva-Bharati) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবিতে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ চালাচ্ছে পড়ুয়ারা। কার্যত গৃহবন্দী উপাচার্য যার ফলে অচল অবস্থায় বিশ্ববিদ্যালয়ে। তবে মঙ্গলবার বিক্ষোভের মাঝেই বাইরে বেরিয়ে আসেন উপাচার্য। সেইসময়েই ঘটে যায় অঘটন।

এদিন সকালে থেকেই উপাচার্যের বাসভবনের বাইরে আন্দোলনে সামিল হয়েছিল বহু পড়ুয়া। নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় তাঁরা। পঞ্চাশজন নিরাপত্তারক্ষী বিদ্যুৎ চক্রবর্তীকে বাসভবন থেকে বাইরে নিয়ে আসলে পড়ুয়ারা তাঁকে আটকানোর চেষ্টা করে। সেইসময়েই নিজে হাতেই ঢিল তুলে আন্দোলনকারীদের লক্ষ্য করে ছুঁড়ে মারেন উপাচার্য।

উল্লেখ্য কয়েকদিন আগেও পড়ুয়ারা বিশ্বভারতীর উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন। পড়ুয়াদের অভিযোগ, সেইসময়েও উপাচার্য তাঁদের গুলি করে মারার হুমকি দিয়েছিলেন।

আরও পড়ুন: কতদিন পর্যন্ত ভারতের এক ইঞ্চিও জমি দখল করতে পারবে না চিন, সীমান্তে উত্তাপের মধ্যে জানালেন Amit Shah