গ্রামবাসীকে মারধর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, উত্তাল পটাশপুর

0
371

নিজস্ব সংবাদদাতা, তমলুক: জেলার পটাশপুর এক ব্লকের তৃণমূল নেতার গ্রামবাসীকে মারধরের ঘটনার সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরালকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে পটাশপুর এক ব্লকের তৃণমূলের সভাপতি পীযূষ পন্ডা স্কুল বিল্ডিং সমস্যা নিয়ে বচসা জড়িয়ে পড়েছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে উওেজিত অবস্থায় এক যুবককে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে পীযূষবাবু। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপর শুরু হয় নতুন বিতর্ক। যদিও এই ভিডিও সত্যতা জানা যায়নি। মারধরের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে পটাশপুরে তৃণমূল নেতা পীযূষ পন্ডা। এই ঘটনার প্রকাশ্যের আসার পরে রাজনৈতিক চাপানোওর তৈরি হয়েছে।

- Advertisement -

কাঁথি সংগঠনীক জেলার বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তী জানান, স্থানীয় একটি স্কুলে কাজ করছেন ওই এলাকার তৃণমূলের ব্লক সভাপতি। অত্যন্ত নিম্নমানের কাজ করায় তার প্রতিবাদ করে এক গ্রামবাসীকে মারধর করে। এখানে একটি কাটমানি খোর সরকার চলছে। এলাকায় মানুষ যোগ্য জবাব দেবে।

যদিও এসব অভিযোগ অস্বীকার করে পটাশপুর এক ব্লকের তৃণমূলের সভাপতি পীযূষ পন্ডা বলেন, ‘‘মাতালরা বাড়ির পরিবেশ নষ্ট করেছে। বিগত ১৫ দিন আগে মকরামপুর গ্রামের মাতলামি করছিল। সরিয়ে নিয়ে গিয়ে লাঠি উচিত ভয় দেখিয়ে ছিলাম। কিছু শুভ বৃদ্ধি সম্পন্ন মানুষ এটা ভিডিও তৈরি করে আমাকে বদনাম করার জন্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছেড়েছে। আমি আইনি ব্যবস্থা গ্রহণ করব।’’ যদিও আক্রান্ত যুবকের কোন প্রতিক্রিয়া ও পরিচয় জানা যায়নি।

বিজেপি নেত্রীর কথায়, ‘‘দিদি নিজে একজন মহিলা। অথচ তাঁর রাজত্বে নারীদের কোন সুরক্ষা নেই। এটা যেন ধর্ষণের সরকারে পরিণত হয়েছে। এই ধর্ষণের সরকার থেকে মানুষ মুক্তি চায়। তৃণমূলের আমলে পুলিশের একটা বড় অংশ দলদাসে পরিনত হয়েছে। এরা পদোন্নতি আর টাকার লোভে দিদির অপরাধী ভাইদের গার্ড করছে।’’ ক্ষমতা বদল হলেই এই সমস্ত কিছু ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি।