Vaccination: একদিনে পরপর দুবার স্কুলছাত্রকে টিকা, চাঞ্চল্য ডেবরার

0
84

খাস ডেস্ক: স্কুলে একদিনে ছাত্রকে পরপর দুইবার টিকা প্রদান। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরার আলোককেন্দ্র উচ্চ বিদ্যালয়ে। ওই ছাত্রের নাম উমেশ পাঁড়। ডেবরার এই ঘটনায় স্তম্ভিত স্বাস্থ্যকর্তারাও।

জানা গিয়েছে, উমেশ পাঁড় আলোককেন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। সোমবার ওই স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের টিকা দেওয়ার জন্য ক্যাম্প করা হয়েছিল। আর সেই ক্যাম্পে টিকা নিতে গিয়েছিল উমেশ। আর এই পড়েই ঘটে বিপত্তি।

- Advertisement -

আরও পড়ুন-খেজুরিতে রাতের অন্ধকারে চলছিল বোমা বাঁধার কাজ, হানা দিল পুলিশ…

উমেশ জানায়, স্কুলে টিকাকরণের জন্য দুটি কাউন্টার ছিল। প্রথম কাউন্টার থেকে সে একবার টিকা নিয়ে বেরনোর সময় তাকে আরেকবার জোর করে দ্বিতীয় কাউন্টারে নিয়ে যাওয়া হয়। ওই ছাত্রের বারবার বোঝানোর পরও তাকে দ্বিতীয়বার টিকা দেওয়া হয়। ছাত্রের দাবি, তাকে জোর করেই দুইবার টিকা দেওয়া হয়েছে।

এই ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষক নিখিল মণ্ডল মন্তব্য করতে না চাইলেও পরে তিনি জানান, ওই ছাত্রটি ভুলবশত দুটি ভ্যাকসিন নিয়ে নিয়েছে। পরে এই বিষয়টি জানতে পারলে চিকিৎসকরা পরামর্শ দেয় তাকে। পাশাপাশি রাতেই তাকে ওষুধ দেওয়া হয়েছে। কেন এমন ভুল হল, তার খোঁজ খবর নেওয়া হচ্ছে।