Corruption: চোখে চোখে না বলা কথা

0
58
education corruption

চোখ-১

সুজয় গুহ

- Advertisement -

ন্যায়াধিরাজের কাষ্ঠ হাতুরীতে চাকরি ছাঁটাই নিয়ে চোখ ছল ছল মমতাময়ীর। করে কম্মে খাওয়ায় বাধাদানে বিচলিত সেই মন, চাকরি খাওয়ায় বিভ্রান্তি যেমন। খেতে খেতে খাওয়া আর খাওয়ানোর পার্থক্য ভোলে ভরা পেট। আর তাই, শিক্ষাকে (Education) বিক্রি করে (corruption) বেকারত্ব দূরীকরণের নতুন পন্থায় অন্যায় খুঁজতে যাওয়ায় উদাস সজল নয়ন। বিকিকিনির আসরে টাকা নিয়ে পণ্য না দেওয়া ঘোরতর অপরাধ। শিক্ষক পদে প্রায় শূন্য পাওয়া বেকারদের অর্থ যখন কেচোর মতো অর্পিত পার্থিব কুন্তল কেশরাশি ছুঁয়ে শান্ত মুঠোফোনে বন্দী হয়, তখন কেউটের কামড়ে মৃত্যুর আশঙ্কায় চোখে জল আসে বৈকি।

চোখ-২

যেখানে বিক্রি হয় শিক্ষা, সেখানে সবকিছু দেখে বুঝেও চোখের পলক ফেলা কলম এখন ব্রাত্য। সব্যসাচী সেন হঠাৎ জেগে উঠলেও তিন পক্ষকাল খোঁজ নেই ইন্দ্রের। এক রঞ্জন কপালে চন্দন মেখে শিক্ষা বিক্রির ব্যবসায়ে সৎ। অপর রঞ্জন ন্যায়াধিকার বিকাশের দাবিতে সৎ। কাষ্ঠ হাতুড়ি নিশ্চিতভাবে জানে জিৎ একদিন হবেই আলতো আঘাতে, বিচারের বাণী নিভৃতে কাঁদে না কাঁদায় তা বলে সময়, সেদিন চোখের পলকে গুড়িয়ে যাবে অর্থলোলুপ দালালদের সাম্রাজ্য।

চোখ-৩

যে লাঠিধারি মূর্তির পদতলে ক্লান্ত, অবসন্ন, শিক্ষিত মানুষগুলির আন্দোলন দিন মাস বছর পেরিয়ে যায়, তা দেখে সেই মূর্তির চোখেও জল আসে। মূর্তির লাঠি ওদের শিরদাঁড়া সোজা রাখার কথা বলে। যে শিক্ষা সেই শক্তি আনে, সেই শিক্ষা বইছে ওদের রক্তে, সেই শিক্ষায় বিচার হয় দাড়িপাল্লায়, ন্যায়াধিরাজের কাষ্ঠ হাতুরীতে। দীঘি থেকে সাগরে যে ঢেউ ওঠেছে সেই ঢেউয়ে হঠাৎ লাগেনি রামধনু রং। এই রং বঞ্চিত, নিপীড়িত, শোষিত মানুষের। এই ঢেউ আরও রঙ্গীন হয়ে একদিন আছড়ে পড়বে দুর্নীতির দুশো চুরানব্বই তটে, বিশ্বাস রাখে পাথরের লাঠি।

চোখ-৪

এ জোড়া চোখে ইশারা। ইশারা খোঁজে বৈশাখী ঝড়ে এলোমেলো মন অপার্থিব সুখের। দুঃস্বপ্ন চোখের অলীক কল্পনা পাখা মেলে ফিরতে চায় সোনার বাসায়। লক্ষ মানুষের রক্তজল করা ওই দামী খাট কামনার এ বুকের এঁকে দেয় অদৃশ্য হৃদয়। সোনার খাঁচার পাখি লোহার শিকলে বন্দী। মিলনের তাড়না বোঝায় খোঁচা দাড়ি-গোঁফ। চুমুকের ইশারায় চুম্বনের অঙ্গীকার নিয়ে এই শৃঙ্খল ছিঁড়ে এক হবে অতৃপ্ত হৃদয়। অপার আনন্দে ভাসবে খুনসুটি দুই মন।

চোখ-৫

সেই অনু চোখে পরমাণু সমান আগুনের উত্তাপ ছিল। নিত্য পুজোয় একনিষ্ঠ ব্রত ছিল নকুলদানা-গুড়-বাতাসায়। হত দরিদ্র মানুষের চামড়া দিয়ে তৈরি ঢাকের চড়াম চড়াম আওয়াজে বিধাতার চোখও খুলল (education corruption)। স্বর্গরথে যাত্রী সাজে খাঁচার বাঘের লুকাতে চাওয়া চোখ ধরা পড়েছিল চিড়িয়াখানার দর্শকদের লাইভ ক্যামেরার চোখে। দোর্দণ্ড প্রতাপ সে চোখের দম্ভ চেয়েছিল অন্তরাল, ছিল ঢিল না ছোঁড়ার আকুতি। চোখের সে না বলা ভয়ার্ত কণ্ঠ বলতে চেয়েছিল আগামী নয় অতীতের কথা, ক্ষুদ্র আমি, তুচ্ছ আমি, নয় আমি বনস্পতি — আমিও মানুষ।