এবার করোনা আক্রান্ত কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক

0
1226

বালুরঘাট: তৃণমূল শিবিরে ফের হানা দিল করোনা৷ এবার মারণ ভাইরাস থাবা বসালো দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডলের শরীরে৷ বর্তমানে বালুরঘাটের সেফ হোমে পাঠানো হয়েছে তাঁকে৷

বেশ কিছুদিন ধরেই করোনার উপসর্গে ভুগছিলেন তিনি৷ লক্ষণগুলি দেখে সন্দেহ হওয়ায় করোনা পরীক্ষা করান৷ জানা গিয়েছে, বালুরঘাট জেলা হাসপাতালে ট্রুনাট মেশিনে করোনা পরীক্ষা করিয়েছিলেন বিধায়ক৷ সেই রিপোর্ট পজিটিভ আসে৷ তার পর তাঁর লালারসের নমুনা পাঠানো হয় মালদহ মেডিক্যাল কলেজে৷ সেই রিপোর্টও পজিটিভ আসে৷ তড়িঘড়ি তাঁকে বালুরঘাটের সেফ হোমে স্থানান্তরিত করা হয়৷

- Advertisement -

গোটা রাজ্যে এখন প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যায় রেকর্ডবৃদ্ধি পাচ্ছে৷ দক্ষিণ দিনাজপুরে একদিনে তৃণমূল বিধায়ক-সহ ৩০ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়ে৷ সব মিলিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২৭৭ জন৷ আম জনতার পাশাপাশি শাসক শিবিরে নেতারাও আক্রান্ত হচ্ছে করোনায়৷ মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের৷ এছাড়া আক্রান্ত হয়েছেন মন্ত্রী সুজিত বসু, বিধায়ক নির্মল ঘোষ৷