ঠগ বাছতে এবার রাজপথে নামল পুলিশ

0
115

মালদহ: ভুয়ো তালিকা ক্রমেই দীর্ঘ থেকে দীর্ঘতর৷ দেবাঞ্জন দেব একা নয়, সামনে উঠে আসছে একের পর এক ভুয়ো অফিসারের ঘটনা৷ শুধু ভুয়ো অফিসার নয়, ইতিমধ্যে পুলিশের জালে ধরা পড়েছে সরকারি স্টিকার লাগানো একাধিক অবৈধ গাড়ি। এবার সেই অবৈধ সরকারি স্টিকার লাগানো গাড়ি পাকড়াও করতে রাজপথে নামল মালদহ জেলা পুলিশ৷

আরও পড়ুন: বাম শূন্য বিধানসভায় জ্যোতিবাবু স্মরণ, স্মৃতিই ভরসা সিপিএমের

- Advertisement -

বৃহস্পতিবার মিলকি ফাঁড়ির ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে অমৃতি, মিল্কি সহ বিভিন্ন জায়গায় রাজ্য সড়কের উপর দিয়ে আসা বিভিন্ন গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। মালদহ জেলার অন্যতম রাস্তা মালদহ- মানিকচক রাজ্য সড়ক৷ এই রাজ্য সড়ক দিয়ে ঝাড়খণ্ড এবং বিহারে খুব সহজে যাওয়া যায়। প্রত্যেকদিন জেলা তথা বিভিন্ন রাজ্য থেকে অসংখ্য যাত্রীবাহী গাড়ি ও মোটর বাইক এই পথ দিয়ে যাতায়াত করে। স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে অনায়াসে অবৈধ কার্যকলাপের ঘটনা ঘটে৷ তাই মিলকি ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে এদিন সংশ্লিষ্ট রাজ্য সড়কে পুলিশি অভিযান চালানো হয়৷

অমৃতি এলাকায় বেশকিছু সরকারি স্টিকার লাগানো গাড়ি আটক করে পুলিশ৷ পুলিশ সূত্রের খবর, গাড়ির কাগজপত্র থাকলেও একাধিক গাড়িতেই ছিল না স্টিকার লাগানোর বৈধ কাগজপত্র৷ সেগুলির বিরুদ্ধে ঘটনাস্থলেই পদক্ষেপ গ্রহণ করা হয়৷ মিলকি ফাঁড়ির ওসি মনিরুল ইসলাম জানান, এখন থেকে নিয়মিত তল্লাশি অভিযান চালানো হবে৷