চোরের নিশানায় ‘চপ’

0
64

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া : রাজ্য থেকে দেশ সব জায়গাতেই চুরির ঘটনা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। সোনা, গয়নার দোকান থেকে শুরু করে বাড়িতে চোরের হানা তা তো রোজকার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সংবাদপত্রের পাতায় এরকম ঘটনা রোজই শোনা যায়। তবে এবার শুনলে হতবাক হবেন চা চপের দোকানেও চোরের হামলা। চোরের হদিশ খুঁজে বের করলেন দোকানী নিজেই। এরপরেই চোর পাকড়াও করে বেঁধে রাখলেন দোকানের মালিক। অভিযুক্ত যুবককে খুঁটিতে বেঁধে রেখে পুলিশে খবর দিলেন দোকানী। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের সতীঘাট এলাকায়।

সূত্রের খবর, শহরের সতীঘাট এলাকায় আশীষ কর্মকার নামে এক ব্যক্তির চা চপের দোকান রয়েছে। মঙ্গলবার ভোরে ওই দোকানে সিঁদ কেটে ভিতরে ঢুকে প্রায় সাত হাজার টাকা চুরি যায় বলে অভিযোগ। পরে সন্দেহবশত এক যুবককে খুঁটিতে বেঁধে রাখেন সংশ্লিষ্ট দোকানদার। পরে বাঁকুড়া সদর থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায়। যদিও অভিযুক্ত যুবক তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

- Advertisement -

চপের দোকানের মালিক জানিয়েছেন, তাঁর দোকানের টাকা পয়সা সহ গেট, জানলা যা আছে সব চুরি গিয়েছে। দোকানী নিজেই আন্দাজ করে ধরেছেন ওই যুবককে। তিনি তাই নিজেই দায়িত্ব নিয়ে বেঁধে রাখেন অভিযুক্তকে। যদিও অভিযুক্ত ওই যুবক এই বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছে। পাশাপাশি ধারণা করা হচ্ছে অভিযুক্ত নেশাগ্রস্ত অবস্থাতেই ছিল। কিন্তু সেই অবস্থাতেই বারবার অস্বীকার করে চলেছে সমস্ত অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছরায় এলাকায়।

প্রসঙ্গত, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুজোর মুখেই বলতে শোনা গিয়েছিল, বেকার যুবকেরা চপ, চা ইত্যাদি বিক্রি করে রোজগার করতে পারেন। তা নিয়ে অনেকেই কটাক্ষ করলেও, মুখ্যমন্ত্রীর দেখানো পথ ধরে হেঁটেছিলেন অনেকেই। তবে সেই পথেও এখন চোরের হানা। বড় বড় দোকানে চুরি-ডাকাতির খবর আসতেই থাকে তবে চা, চপের দোকানে চোরের হানায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ায়।