বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য 

0
49

সুদেষ্ণা মন্ডল , দক্ষিণ ২৪ পরগনা: বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে হল দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা এলাকায়। বৃহস্পতিবার ওই এলাকার একটি খাল থেকে উদ্ধার হয় এই কচ্ছপটি।

জানা গিয়েছে, প্রতিদিনের মতন আরফাস মন্ডল নামে স্থানীয় ব্যক্তি খালে জাল ফেলছিল। সেই সময় জালে আটকায় এই বিরল প্রজাতির কচ্ছপ। এরপর ওই কচ্ছপ দেখতে ব্যাপক ভিড় জমায় গ্রামবাসীরা। ওই ব্যক্তি তড়িঘড়ি কচ্ছপটি নিয়ে হাজির হয় বকুলতলা থানাতে।

- Advertisement -

এরপর বকুলতলা থানার পুলিশ যোগাযোগ করে বনবিভাগের সঙ্গে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মীরা। কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যায় তারা। বনবিভাগ সূত্রে খবর, এটি একটি বিরল প্রজাতির কচ্ছপ। যা শুধুমাত্র সুন্দরবনেই পাওয়া যায়। কচ্ছপটির শারীরিক পরীক্ষা করার পর সুন্দরবনের নদীতে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তারা।