তৃণমূল জমানায় রাজ্যের ১২টা বেজে গিয়েছে: সুশান্ত ঘোষ

0
268

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: প্রায় নয় বছর পর ফিরলেন বাম নেতা সুশান্ত ঘোষ। কঙ্কাল নাম জড়িয়ে পড়ার পর হাজতবাসে কাটাতে হয়েছে তাঁকে বহু বছর। রবিবার ফিরে একটি জনসভায় অংশগ্রহণ করেন বাম নেতা সুশান্ত ঘোষ।

জানা গিয়েছে, জামিনে মুক্তি পাওয়ার পরও নিজের ঘরে ফেরার অনুমতি ছিল না তাঁর। অবশেষে সেই সুপ্রিমকোর্টে নিষেধাজ্ঞা উঠে যাবার পর রবিবার নিজের ঘরে ফিরলেন সুশান্ত ঘোষ। এদিন জনসভায় বাম নেতা অভিযোগ করেন, তাঁর নামে মিথ্যা মামলা সাজানো হয়েছে। যাঁরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাঁদের মুখোস খুলতে শুরু করেছে।

- Advertisement -

এদিন কোনও নেতার নাম না করেই তৃণমূলকে আক্রমণ করেছেন বাম নেতা। তিনি বললেন, “তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই বারোটা বেজে গিয়েছে রাজ্যের। আর ২০১৪ সালে বিজেপি দেশের শাসনে বসলে দেশের অবনতির ঘটেছে। নোটবন্দি, জিএসটি এই অবক্ষয়ের কারণ। আদানি আম্বানির মতো কিছু গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দিচ্ছে কেন্দ্র সরকার”।

বাম নেতা আরও বললেন, “তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। তবে বিজেপি তৃণমূলের থেকেও ১০০ গুন খারাপ। এমনকি তৃণমূল থেকে বাঁচতে বিজেপির ঝাণ্ডা ধরছেন অনেকেই”।