‘বাংলা মোদের গর্ব’ মেলা আয়োজিত বাঁকুড়ায়

0
300

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: মেলা, প্রদর্শনী, এক্সপো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ে রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতর এবং পর্যটন দফতরের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ‘বাংলা মোদের গর্ব’। বাঁকুড়ায় বিষ্ণুপুরে আয়োজিত হচ্ছে ‘বাংলা মোদের গর্ব’ অনুষ্ঠান।

- Advertisement -

জানা গিয়েছে, বিষ্ণুপুরের হাই স্কুল মাঠে তিন দিনের এই অনুষ্ঠানে হস্ত শিল্প, পর্যটন ও জেলার সংস্কৃতিকে তুলে ধরা হবে। ‘বাংলা মোদের গর্ব’ উপলক্ষে শহরের হাই স্কুল মাঠে সুদৃশ্য মঞ্চে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলার হস্তশিল্পীদের নিজস্ব স্টলের পাশাপাশি পর্যটন দফতর সহ বিভিন্ন সরকারী দপ্তরের স্টল রয়েছে।

দীর্ঘ দিন বন্ধ থাকার পর করোনা আবহে ‘নিউ নর্মাল’ পর্বে এই অনুষ্ঠানের আয়োজনে খুশি হস্তশিল্পী, আগত দর্শক থেকে অন্যান্য শিল্পী প্রত্যেকেই। এবিষয়ে শিল্পী অন্বেষা চট্টোপাধ্যায় বললেন, “অনেক দিন ধরেই আমরা বাড়িতে বসে ছিলাম। এবার অন্তত এই ধরণের অনুষ্ঠানের খুব প্রয়োজন ছিল। এখানে অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি খুব খুশি”।

এদিন অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা বললেন, “সবসময় হস্ত শিল্পীদের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য ও সংস্কৃতি দফতর এবং পর্যটন দফতরের যৌথ উদ্যোগে ‘বাংলা মোদের গর্ব’ শুরু হয়েছে। স্থানীয় শিল্পীদের পাশাপাশি কলকাতার প্রখ্যাত শিল্পীরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন”।