মন্ত্রীর বাড়িও নিরাপদ নয়. হাতের মুন্সিয়ানায় দেখালেন তরুণী তস্কর

0
70

কাঁথি: সিসিটিভি ফুটেজ দেখে চক্ষু চড়কগাছ পুলিশ কর্তাদের৷কারণ, ফুটেজে দেখা যাচ্ছে, কোলে শিশু নিয়ে গেরস্থের বাড়িতে ঢুকলেন দুই মহিলা৷ ফাঁকা ঘর পেয়ে কয়েক মিনিটের মধ্যে ঘর থেকে তিনটি মোবাইল, একটি ল্যাপটপ ও নগদ কয়েক হাজার টাকা নিয়ে পগার পার তরুণীদ্বয়! খোয়া যাওয়া সামগ্রীর বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।

কয়েকদিন আগে এমনই ঘটনা ঘটেছে কাঁথি শহরে এক চিকিৎসকের বাড়িতে৷ ঠিক বিপরীতেই রয়েছে রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি ও কাঁথি পুরসভা উপপুরপ্রধান সুপ্রকাশ গিরির বাড়ি৷ স্বভাবতই, এই ঘটনার পর শহর জুড়ে ফিসফিসানি শুরু হয়েছে, মন্ত্রীমশাই এত রক্ষী নিয়ে ঘুরে বেড়ান, কিন্তু চোরের হাত থেকে রেহাই পেল না মন্ত্রীর পাড়া! কেউ কেউ রসিকতার সুরে যোগ করছেন, চোরবেশী দুই তরুণীর বুকের পাটা আছে মানতে হবে৷ ঘটনাটিকে ঘিরে শহর জুড়ে রীতিমতো হাসির রোল উঠেছে৷ কেউ কেউ আরও একধাপ এগিয়ে টিপ্পনির সুরে বলছেন, এই পাড়ায় মন্ত্রীর বাড়ি সেটা জেনেই হয়তো চোর এসেছিল৷ তবে বাড়িটা ঠিক করতে পারেনি৷

- Advertisement -

সূত্রের খবর, রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি ও কাঁথি পুরসভার উপপুরপ্রধান সুপ্রকাশ গিরির বাড়ির বিপরীতে চিকিৎসকের বাড়ি। কাঁথি পুরসভার স্বাস্থ্য বিভাগের নেডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক ও ওনার স্ত্রী ডাঃ নন্দিনী পট্টনায়ক কাঁথি মহকুমা হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক। কয়েকদিন আগে সাত সকালে চিকিৎসকের বাড়িতে হানা দেয় দুই মহিলা। তাদের সঙ্গে ছিলেন এক ছোট শিশু। প্রতিদিনের মতো ওই সময় সদর দরজা দিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন চিকিৎসক ডাঃ অনুতোষ পট্টনায়ক৷ বাড়িতে পুজোর জন্য ব্যস্ত ছিলেন তার স্ত্রী৷ ভিতরের ঘরে ছিলেন বৃদ্ধ মা। বাড়ি ফাঁকা পেয়ে সুযোগ কাজে লাগিয়ে ঢুকে পড়ে ওই চদ্মবেশী তস্কর।

চিকিৎসকের বাড়ি থেকে তিনটি মোবাইল, একটি ল্যাপটপ ও নগদ কয়েক হাজার টাকা চুরি করে নিয়ে পালায়। চুরি যাওয়া সামগ্রীর বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। এরপর চিকিৎসক বাড়ি ফিরে দেখেন উধাও জিনিসপত্র। বাড়িতে সিসিটিভির ফুটেজে দেখেন যে দুই মহিলা এসে জিনিসপত্র চম্পট দেয়। এরপর কাঁথি থানার লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনা জানতে পেরে হাজির হয় কাঁথির থানার বিশাল পুলিশ বাহিনী।

চিকিৎসক বলছে, ‘‘সকালে আমি মর্নিংওয়াকে বেরিয়ে গিয়েছিলাম। স্ত্রী বাড়ির পুজো করতে ব্যাস্ত ছিল৷ তখনই কোলে বাচ্চা নিয়ে দুই মহিলা ঘরে ঢুকে এমন কাণ্ড ঘটিয়েছে। কাঁথি থানার লিখিত অভিযোগ জানিয়েছি৷” কাঁথি মহকুমার পুলিশ আধিকারিক সোমনাথ সাহা বলেন ” অভিযোগ দায়ের হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’’

আরও পড়ুন: বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট, মানুষের মন পেতে নবান্নের নয়া উদ্যোগ