মালদহে প্রিয়জনের দেহের অধীর অপেক্ষায় নদীর তীরে বসে পরিবার

0
140

নিজস্ব সংবাদদাতা, মালদহ: প্রিয়জনের দেহের অধীর অপেক্ষায় নদীর তীরে বসে আছে পরিবারবর্গ। চারদিন ধরে গঙ্গা নদীতে নিখোঁজ হয়েছে মন্টু শেখ। আর গত চারদিন ধরেই নদীর তীরে বসে আছে তাঁর পরিবারের সদস্যরা। তবু খোঁজ মেলেনি তাঁর।

- Advertisement -

মন্টু শেখের পরিবারের অভিযোগ, গত চারদিন ধরে নদীর তীরে বসে থাকলেও সেই পরিবারের জন্য কোনরকম ব্যবস্থায় করেনি প্রশাসন। প্রশাসনের অবহেলার মধ্যেই মানিকচকের গঙ্গা নদীতে নিখোঁজ মন্টু শেখ এর পরিবারকে চারদিন ধরে বসেই দিন কাটতে হচ্ছে।

প্রসঙ্গত, গত সোমবার মালদহ মানিকচকের রাজমহল ঘাটের গঙ্গা নদীতে লঞ্চ দুর্ঘটনার সামনে আসে। দুর্ঘটনায় নদীগর্ভে তলিয়ে যায় আটটি পণ্যবোঝাই ট্রাক। মানুষজন নদীতে পড়ে গেল সকলে উদ্ধার করা সম্ভব হলেও তিনজন তলিয়ে যায়। ঘটনার পর টানা তল্লাশি অভিযান চালানোর পর শুক্রবার বিকেল পর্যন্ত চারটি ট্রাক ও দুটি মানুষের দেহ উদ্ধার করা সক্ষম হয়েছে উদ্ধারকারী দলের। যদিও এখনও নদীতে নিখোঁজ রয়েছে একটি ট্রাকের চালক মন্টু শেখ(৩৫)।

এরপর শুক্রবার সকাল থেকে তল্লাশি অভিযান চালানো হলেও এদিন কিছু উদ্ধার করতে সক্ষম হয়নি উদ্ধারকারী দল। নদীতে এখনো নিখোঁজ ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বারারুয়া থানার সরজিৎ গ্রামের বাসিন্দা মন্টু শেখ। সে নিজের ট্রাকে নিজেই চালকের কাজ করতেন। অবিবাহিত মন্টু শেঠের পরিবারের রয়েছে পাঁচ দাদা ও ছয় দিদি। পরিবারের সদস্যরা ভাই মন্টু শেখের দেহের অপেক্ষায় প্রতিদিন নদীর পারে ঠায় হয়ে বসে থাকছেন। তাঁরা চাইছেন ছোট ভাইয়ের দেহ যেন উদ্ধার হয়।

তবে সোমবারের ঘটনার পর পরিবারের সদস্যরা প্রতিদিন নদীর তীরে আসলেও এখনো পর্যন্ত প্রশাসন সেই পরিজনদের জন্য কোন রকম ব্যবস্থা করেননি বলে অভিযোগ। প্রতিদিন তল্লাশি অভিযান চালানোর সময় অধীর আগ্রহে নদীপাড়ে দিন কাটাচ্ছেন অপেক্ষায় পরিবারের সমস্ত সদস্যরা।

এপ্রসঙ্গে নদীতে নিখোঁজ মন্টু শেখের দাদা খোরশেদ শেখ ও দিদি আয়েশা বিবি অভিযোগ জানালেন, ভাইয়ের দেহের উপেক্ষায় তাঁরা প্রতিদিন সকালে নদী পার করে পাড়ে এসে বসে থাকছেন। সারাদিন তল্লাশি অভিযান চলছে রাতে আবার ফিরে যাচ্ছেন কোনক্রমে সেই ওপারের বাড়িতে। গত চারদিন ধরে একই মত আসা যাওয়া থাকলেও প্রশাসন কোন ব্যবস্থা করেনি তাঁদের জন্য।

তাঁরা আরও জানালেন, সারাদিন নাওয়া-খাওয়া ছেড়ে নদী পারে দিন কাটছেন তাঁরা। একটাই মাত্র চাওয়া পাওয়া দেহ যেন দ্রুত উদ্ধার করতে সক্ষম হয় প্রশাসন। যদিও গোটা ঘটনা নিয়ে প্রশাসনিক কর্তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে নিখোঁজের পরিবারের অব্যবস্থার কথা চাউর হতেই শুক্রবার থেকে নদী সংলগ্ন একটি বাড়িতে তাঁদের থাকার ব্যবস্থার কথা জানিয়েছেন মানিকচক ব্লক যুব তৃণমূল সভাপতি ইমরান হোসেন।

এবিষয়ে তৃণমূল সভাপতি জানিয়েছেন, আজ থেকে ওই পরিবারের থাকার আপাতত ব্যবস্থা করা হয়েছে। যাতে করে এই পরিবার থাকা খাওয়া থেকে শুরু করে সর্বত্র সুবিধা পায়। সে ব্যবস্থা করার জন্য প্রশাসনের কর তাঁদের জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা হবে তাঁদের সব রকমের বলে আশা প্রকাশ করেছেন তিনি।