লাখপতি হওয়ার স্বপ্ন, online -এ সর্বস্ব খুইয়ে আত্মঘাতী ব্যবসায়ী

0
248

মারিশদা: লাখপতি হতে কে না চায়! সেই লাখপতি হতে না পেরেই মর্মান্তিক পরিণতি এক ব্যবসায়ীর।অনলাইন প্রতারণার খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়ে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিলেন ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার মশাগাঁ এলাকায়।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শ্রীকান্ত ওঝা (৫৫)। পাশাপাশি, ওই ব্যক্তির কাছ থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেই সুইসাইড নোটের সূত্র ধরেই তদন্ত শুরু করেছে পুলিশ।

- Advertisement -

পুলিশ সূত্রে খবর, শ্রীকান্ত ওঝা নামে ওই ব্যক্তি গত কয়েকদিন আগে লটারিতে ৪০ লক্ষ টাকা জিতেছেন। তারপরেই লাখপতি হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন শ্রীকান্ত সহ তাঁর পরিবারের সদস্যরা। ৪০ লক্ষ টাকা পাওয়ার লোভে দফায় দফায় ১৭ লক্ষ টাকা পাঠিয়ে দেয় শ্রীকান্ত, এমনটাই দাবি পরিবারের। টাকা পাওয়া দূর এমনকি নিজের জমি জায়গাও বিক্রি করে দেন তিনি। তাও কোন টাকা পায়নি। এরপরই পরিবারের সদস্যদের গঞ্জনার মুখে পড়তে হয় শ্রীকান্তকে।

ঘটনার সূত্রপাত শনিবার। এদিন রাতে বাড়ির সবাই খাওয়া দাওয়ার পর সবাই ঘুমাতে চলে যায়। এরপরই শ্রীকান্ত বাড়ির পাশের একটি গাছে লাইলন দড়ি দিয়ে ঝুলে পড়ে। রবিবার সকালে বিষয়টি নজরে আসে প্রতিবেশীদের। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মারিশদা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধারের সময় পকেট থেকে সুইসাইড নোট পাওয়া যায়। তারপরেই প্রকাশ্যে আসে আসল ঘটনা।

মারিশদা থানার ওসি রাজু কুণ্ডু জানান, “মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ পরিষ্কার হবে। সুইসাইড নোট পাওয়া গিয়েছে। সেটা ধরেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। “