মুখ্যমন্ত্রীর ভোট প্রচারের আগেই নিরাপত্তায় মুড়ে ফেলা হল শহরকে

0
98

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: আগামীকাল মেদিনীপুর শহরের কলেজ মাঠে সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে নিরাপত্তায় মুড়ে ফেলা হল কলেজ মাঠ।

- Advertisement -

জানা গিয়েছে, চারিদিকে আশি সিসিটিভি ক্যামেরা লাগানোর পাশাপাশি রবিবার পুরো মাঠ জুড়ে নিরাপত্তা ক্ষতিয়ে দেখলও বম্ব স্কোয়াডের কর্মীরা। গত সাত দিন ধরেই সর্বক্ষণ নজরদারিতে রয়েছেন পুলিশ কর্মীরা। মুখ্যমন্ত্রীর সভায় প্রতিটি বুথ একটি করে গাড়িতে আসবেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এমনকি রেকর্ড ভিড় হবে। রবিবার এমনটাই জানালেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি।

তিনি আরও জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে সবরকম সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এমনকি তিনটি মঞ্চ করা হয়েছে, যাতে মুখ্যমন্ত্রীর সভামঞ্চে ভিড় না হয়। পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করে সভাপতি অজিত মাইতি বললেন, “বিজেপি ভয় পেয়ে গিয়েছে। পিঁপড়েরা যেমন ঝড়ের পূর্বাভাস পেয়ে দলবেঁধে চলতে শুরু করে, ঠিক তেমনই বিজেপি নেতারা জনতার ঝড়ের পূর্বাভাস পেয়ে কোথাও কোথাও মিটিং মিছিল করছে। প্রধানমন্ত্রীর সভায় বিভিন্ন জেলা থেকে লোক নিয়ে এসেও আশানুরূপ জমায়েত করতে পারেনি বিজেপি। কিন্তু আমরা জেলার লোক নিয়ে রেকর্ড জমায়েত করবো। মাঠে তো জায়গা থাকবে না এমনকি মেদিনীপুরের রাস্তাতেও তিল ধারণের জায়গা থাকবে না”।