শেষ মুহূর্তের ভোট প্রস্তুতিকে কেন্দ্র করে তৎপর প্রশাসন

0
85

নিজস্ব সংবাদদাতা, কাঁথি: ২০২১-এর বিধানসভা নির্বাচন এবার আট দফায় সম্পন্ন হবে৷ শনিবার প্রথম দফার ভোট গ্রহণ পর্ব শুরু হবে৷ এদিন পূর্ব মেদিনীপুর জেলার দুটি মহকুমা, কাঁথি ও এগরার মোট সাতটি বিধানসভা, রামনগর, কাঁথি উত্তর ও দক্ষিণ, এগরা, পটাশপুর, ভগবানপু ও খেজুরি ভোট রয়েছে৷

শুক্রবার সকাল থেকে এগরার ঝটুলাল হাই স্কুলের পাশাপাশি কাঁথি প্রভাত কুমার কলেজ, কিশোর নগর হাই স্কুল ও বাজকুল কলেজ থেকে ভোটকর্মীদের হাতে প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি মাথায় রেখে নির্বাচন কমিশন কড়া নজর দিচ্ছে। মাস্ক, স্যানিটাইজার, গ্লাবস প্রভৃতি প্রদান করা হচ্ছে।

- Advertisement -

শান্তিপূর্ণভাবে ভোট করার লক্ষ্যে রাজ্য পুলিশের পাশাপাশি ১৮ হাজার ৮০০ আধাসেনা মোতায়েন করা হয়েছে। বিকেলের মধ্যে সমস্ত ভোটকর্মী নিজেদের ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে যাবে। সবমিলিয়ে শেষ মুহুর্তের ভোট প্রস্তুতির কাজে তৎপর জেলাপ্রশাসন।

আগামীকাল পূর্ব মেদিনীপুরের প্রথম দফার ভোট। দুটি মহাকুমার অন্তর্গত মোট সাতটি বিধানসভা কেন্দ্রে শনিবার নির্বাচন হবে। সেই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১৭৬০৮২৫ জন। সাতটি বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ২৪৩৭টি। ইতিমধ্যে ভোটের প্রস্তুতি একেবারে তুঙ্গে।