করোনা আতঙ্কের মাঝেই চিন্তা বাড়াচ্ছে সোয়াইন ফ্লু

0
17

নদিয়া: অজানা জ্বরের আতঙ্কে কাঁপছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ।গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অজানা জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এবার মানচিত্রে নতুন সংযোজন নদিয়া। জেলা জুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় শতাধিক।

আরও পড়ুনঃ সাপের কামড়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর

- Advertisement -

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আতঙ্কে সবাই দিন গুনছে। এক সপ্তাহ থকে শুরু করে এক মাস হয়ে গেছে, তবুও জ্বর কমছে না। সকলেরই উপসর্গ কম-বেশি একই। জ্বর, বুকে ব্যথা, খিচুঁনি। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে চিন্তিত বাচ্চার বাবা-মায়েরা।

আরও পড়ুনঃ পণের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, গ্রেফতার শাশুড়ি ও দেওর

গোটা দেশ যখন করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে ঠিক সেই সময় মারণ আতঙ্ককে আরও দ্বিগুণ করে রাজ্যে হানা দিল সোয়াইন ফ্লু। নদিয়া জেলার অপরপ্রান্তে রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ধরা পরল সোয়াইন ফ্লু! একজন, দুজন নয়, সাত জন এই রোগে আক্রান্ত বলে জানা গিয়েছে। তবে,স্বাস্থ্য দফতর থেকে নিয়মিত তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে।

সোয়াইন ফ্লুর লক্ষণগুলির মধ্যে অন্যতম হল, জ্বর, মাথা ব্যথা, গলা ও সারা শরীর ব্যথা, শ্বাসকষ্ট, ক্ষিদে না পাওয়া, শরীরে আলস্য বোধ করা এবং ওজন কমে যাওয়া। চিকিৎসকরা বলছেন, যাঁদের রোগ প্রতিরোধক ক্ষমতা কম এমন মানুষদেরই আগে আক্রমণ করে এই মারণ জ্বর। এছাড়া হাঁপানি এবং হৃদরোগের সমস্যায় ভোগা মানুষজনেরও এই ধরণের অসুখ থেকে বিশেষভাবে সাবধান থাকা উচিত।

করোনা আবহের মাঝেই সোয়াইন ফ্লু আতঙ্কে কার্যত ঘুম উড়েছে এলাকাবাসীর। করোনা ভাইরাসের কারণে জ্বর তো রয়েছেই, এর সঙ্গে ধরা পড়ছে স্ক্রাব টাইফাস, ডেঙ্গি, ইনফ্লুয়েঞ্জা, সোয়াইন ফ্লু’র মত রোগ। সব মিলিয়ে সার্বিক চিত্রটা খুবই আতঙ্কের।