শুভেন্দুর কম্বল প্রদান অনুষ্ঠানে পদপিষ্টে মৃত্যু, আটক ৩

0
59
Suvendu Adhikari

খাস ডেস্ক: শুভেন্দুর (Suvendu Adhikari) কম্বল প্রদান অনুষ্ঠানে মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এবার এই ঘটনায় ৩ জনকে করল পুলিশ। পুলিশ সূত্রের খবর, শুভেন্দুর (Suvendu Adhikari) কম্বল প্রদান অনুষ্ঠানে ঘটনায় আটক হওয়া ওই তিন জন যুবক ওই অনুষ্ঠানের উদ্যোক্তা। আর অন্যদিকে, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধেও অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

অন্যদিকে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সু্প্রিম কোর্টে এফআইআর দায়ের করার অনুমতি চেয়েছে রাজ্য সরকার৷ এফআইআর দায়েরের আবেদন জানিয়ে রাজ্যের তরফে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমহার ডিভিশন বেঞ্চে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি৷

আরও পড়ুন-শুভেন্দুর কম্বল প্রদান অনুষ্ঠানে পদপিষ্টে মৃত্যু, সস্ত্রীক বিজেপি নেতার বিরুদ্ধে খুনের অনিচ্ছাকৃত অভিযোগ

উল্লেখ্য, বুধবার বিকেলে আসাসোলের ১৭ ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙা এলাকায় কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ সেখানে প্রধান অথিতি ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কম্বল বিতরণ করবে জানা মাত্রাই প্রায় ৮ হাজার মানুষ ভিড় জমায় ওই অনুষ্ঠানে৷

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

এদিকে, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মঞ্চে উঠে তিন-চারটি কম্বল বিলি করে দলীয় কার্যালয়ে চলে যান৷ ততক্ষণে কম্বল নেওয়ার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় এলাকায়৷ সৃষ্টি হয় বিশৃঙ্খলতার৷ সেই সময় পদপিষ্ট হয়ে আহত হন বেশ কয়েকজন৷ আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷

আরও পড়ুন-আসানসোল কাণ্ডে নাম নেই শুভেন্দুর, নেটিজেনরা বলছেন, ‘সেটিংয়ের তত্ত্ব’

সেখানে তিনজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা৷ নিহতদের মধ্যে ১ জন শিশুও রয়েছে৷ এরপরই বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠল করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট৷ ওই কমিটিতে থাকছেন ডিসি ও এসিপি পদমর্যাদার অফিসাররা৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ অন্যদিকে, ঘটনাটি প্রকাশ্যে আসার পর এরাজ্যের শাসকদল তৃণমূলের নেতারা কটাক্ষ করেছেন৷