তিন দিনের পুলিশি হেফাজতে ভুয়ো সিবিআই আধিকারিক

0
36

কলকাতা: দেবাঞ্জনকাণ্ডের রেশ কাটতে না কাটতেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের আধিকারিক পরিচয় দিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে খোদ হাওড়ায়। তবে এবার পরিচয় ভাঁড়িয়ে সংসারে জালিয়াতির অভিযোগ উঠেছিল। সেই কথাই থানায় জানিয়েছিলেন স্ত্রী। ভুয়ো সিবিআই-কান্ডে অবশেষে দিল্লিতে পুলিশের জালে ধরা পড়ে শুভদীপ বন্দোপাধ্যায়। আজই তাঁকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়।

পুলিশ জানিয়েছে দিল্লি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। সিবিআই পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। রবিবারেই মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে হাওড়া সিটি পুলিশের একটি দল দিল্লিতে রওনা দেয়। দিল্লি পুলিশের সহযোগিতায় তাজ হোটেল থেকে গ্রেপ্তার করা হয় শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে। আজ সোমবার তাঁকে দিল্লি আদালতে তোলা হলে ৩ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ পাতিয়ালা হাউস আদালতে। আজ বিকেলের বিমানে কলকাতা নিয়ে আসা হবে অভিযুক্তকে।

- Advertisement -

অভিযোগ ছিল তিনিও নীলবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরতেন। পরিচয় ভাঁড়িয়ে তিনি ভালবেসে বিয়েও করেছিলেন বলে অভিযোগ করেছেন স্ত্রী। অভিযুক্তের বাড়ি হাওড়ার জগাছায়। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই গত মে মাসে অভিযোগও জমা পড়েছে জগাছা থানায়। জানা গিয়েছে, ২০১৯ সালের নভেম্বরে রেজিস্ট্রি ম্যারেজ হয়। পরের বছর সামাজিক বিয়ে হয়। এরপর মিউচুয়াল ডিভোর্স হয় মার্চে। হাওড়ার জাগাছা থানায় অভিযোগ দায়ের হয় মে মাসে।

প্রতারকের স্ত্রীর অভিযোগ করে জানান, ‘‘নীলবাতির গাড়ি নিয়ে মাঝেমধ্যে বাড়ির সামনে আসতেন তাঁর স্বামী। বিদেশেও গিয়েছিলেন।’’ স্ত্রীর সন্দেহ হয়, যিনি নিজেকে সিবিআই আধিকারিক হিসেবে পরিচয় দেন তিনি এতো ছুটি পান কিভাবে ? স্ত্রীর দাবি, ‘‘উনি নিজেকে কখনও সিবিআই আধিকারিক, কখনও রেলের আধিকারিক, কখনও লালবাজারে পোস্টিং বলে বিভিন্ন পরিচয় দিতেন। আসলে উনি এসব কিছুই নন৷ ভুয়ো পরিচয় দিয়ে আমার সঙ্গে সংসার পেতে সংসারে জালিয়াতি করেছিল৷ তার বিচার চাই৷’’ স্বামী-স্ত্রী’র মধ্যে ঝামেলার পর গত মে মাসে হাওড়া জগাছা থানায় স্ত্রী অভিযোগ করেন। তবে, অভিযুক্ত এখনও গ্রেফতার হননি।” তবে বরমানে এই ঘটনা নিয়ে নড়েচড়ে বসেছে পুলিশ। চলছে তদন্ত।