Jadavpur University: ফের উত্তপ্ত যাদবপুর, অফলাইন ক্লাসের দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ

0
97

কলকাতা: ফের বিক্ষোভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়ারা অফলাইন ক্লাসের দাবিতে বিক্ষোভ দেখান বলে জানা যায়। তাঁদের অভিযোগ, অন্যান্য বিভাগে অফলাইনে ক্লাস চালু হলেও তাঁদের বিভাগের অধ্যাপকরা তা চালু করতে নারাজ। তাই উপাচার্যের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন তাঁরা।

ইঞ্জিনিয়ারিংয়ের ইউনিয়ন ফেটসুর তরফে জানানো হয়, রাজ্যে যেখানে সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়ে অফলাইনে ক্লাস হচ্ছে, সেখানে যাদবপুরে অনলাইন ক্লাস নিতে চাইছেন অধ্যাপকরা। তাঁদের দাবি, অবিলম্বে অফলাইন মোডে পঠনপাঠন চালু করতে হবে। এই ইস্যু নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন পড়ুয়ারা। পরে তাঁদের অফলাইন ক্লাস চালু করার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেন তাঁরা।

- Advertisement -

আরও পড়ুন-জল্পনায় জল ঢেলে Congress-এ ফিরলেন ত্রিপুরার সুদীপ রায় বর্মন

অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস বিভাগে আজ থেকে চালু হয়েছে অফলাইন ক্লাস। করোনাবিধি কাটিয়ে আবার তাঁদের চেনা ক্যাম্পাসে ফিরেছেন পড়ুয়ারা। আস্তে আস্তে চেনা ছন্দে ফিরছে মিলন দা’র ক্যান্টিন থেকে ওয়ার্ল্ড ভিউ চত্বর। তবে সমস্ত কোভিড বিধি মাথায় রেখেই চলছে পঠনপাঠন। আর্টস বিভাগের এক পড়ুয়া বলেন, “এতদিন অনলাইনে ক্লাস করার পর আজ থেকে বিশ্ববিদ্যালয়ে ফিরতে পেরে আমরা খুশি। সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে। অনেকদিন পর চেনা ক্যাম্পাসে ফিরতে পেরেছি আমরা। তবে সমস্ত করোনাবিধির কথা মাথায় রেখেই ক্লাস চলছে। ক্লাসের ভেতরে আমরা মাস্ক পরছি এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই বসছি।”

উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৩ ফেব্রুয়ারি থেকে অবশেষে খুলেছে রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পড়ুয়া থেকে অভিভাবক। আপাতত অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী অবধি স্কুলে চলছে পঠনপাঠন। পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত চালু হয়েছে ‘পাড়ায় পাড়ায় শিক্ষালয়’ প্রকল্প।