দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, সেলফি তুলেই সমুদ্রে নামার স্বাদ মেটাতে হচ্ছে পর্যটকদের

0
98

দিঘা: একদিকে নিম্নচাপ, অন্যদিকে পূর্ণিমার ভরা কোটাল৷ তারই জেরে সৈকত নগরী দিঘায় প্রবল জলোচ্ছাস। শনিবার সকাল থেকে ক্রমেই বাড়ছে জলোচ্ছ্বাসের উচ্চতা৷ ইতিমধ্যে গাড়োয়াল টপকে জল ঢুকতে শুরু করেছে শহরে৷ এদিকে উইক এন্ডকে কেন্দ্র করে ভিড় জমিয়েছেন কিছু পর্যটক৷ স্বভাবতই, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই সমুদ্র তটে পুলিশের নজরদারি চোখে পড়ার মতো৷

আরও পড়ুন: গরু পাচার কাণ্ড: এবার সিবিআইয়ের জেরার মুখে বিনয়ের বাবা-মা

- Advertisement -

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে শুক্রবার রাত থেকেই দফায় দফায় সমুদ্র উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে ঝোরো হাওয়া৷ বাড়তি হিসেবে হাজির হয়েছে পূর্ণিমার ভরা কোটাল। ফলে দিঘার গাড়োয়াল টপকে সমুদ্রের জল লোকালয়ে ঢুকতে শুরু করেছে। সতর্ক রয়েছে প্রশাসন। দিঘায় বেড়াতে আসা পর্যটকদের একাংশ এদিন চেষ্টা করেন সমুদ্রে নামার৷ তবে পুলিশি তৎপরতায় তা সম্ভব হয়নি৷ ফলে সমুদ্রের নামার স্বাদ জলোচ্ছাসের সেলফি তুলেই মেটাতে হয়েছে পর্যটকদের৷

আরও পড়ুন:  অখিল গিরির ভাগ্নে পরিচয় দিয়ে অফিসে তাণ্ডব, গ্রেফতার অভিযুক্ত

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এদিন সমুদ্রের গাড়োয়ালে পাশে দড়ি দিয়ে ব্যারিকেড করে দেয় স্থানীয় পুলিশ৷ দিঘা থানার এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘সমুদ্রে এসে অনেকেই পাগলপন হয়ে ওঠেন৷ ফলে আবেগের তাড়নায় তাঁরা কি করেন, তাঁর খেয়াল থাকে না৷ এদিকে দুর্ঘটনা ঘটলে সাধারণ মানুষ থেকে মিডিয়া সকলেই সবার প্রথম অভিযোগের আঙুলটা তোলে পুলিশের দিকে৷ তাই শুধু মৌখিক সতর্কতা নয়, আমরা সব ধরণের নজরদারির ব্যবস্থাই রেখেছি৷ কথা না শুনলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে৷’’ এদিকে উইকএন্ডের ওয়েদারকে কেন্দ্র করে ফের পর্যটকদের আগমন ঘটায় কিছুটা হলেও মুখে হাসি ফুটেছে ব্যবসায়ীদের৷