৩০ হাজার ছাড়াল রাজ্যে ডেঙ্গু আক্রান্ত

0
17
dengu

কলকাতাঃ রাজ্যে ক্রমশ জটিল হচ্ছে ডেঙ্গু (dengu) পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি সপ্তাহে রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩০ হাজার ।

আরও পড়ুন :কাকিমার সঙ্গে অবৈধ সম্পর্ক, আত্মঘাতী ভাইপো, মহিলার চুল কাটলেন প্রতিবেশীরা

- Advertisement -

মাত্র ১ সপ্তাহে ডেঙ্গু (dengu) আক্রান্ত হয়েছে ৫ হাজার ৮৮০। ফলে চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০ হাজার ৭৭৩।সূত্রের খবর, গত পাঁচ বছরের নিরিখে ২০১৯ সালকে ডেঙ্গি অতিমারির ‘আউটব্রেক’ বছর হিসাবে চিহ্নিত করা হয়। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে দেখে রাজ্য স্বাস্থ্য দফতরের আশঙ্কা ২০১৯ সালের রেকর্ডকেও ছাপিয়ে যেতে পারে ২০২২। বৃহস্পতিবার সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং হাসপাতাল কর্তৃপক্ষদের সঙ্গে স্বাস্থ্য ভবনের ভার্চুয়াল বৈঠকে উঠে এসেছে এই আশঙ্কার কথা। স্বাস্থ্য আধিকারিকেরা জানাচ্ছেন, প্রতি সপ্তাহে নতুন করে আক্রান্ত হচ্ছিলেন তিন-চার হাজার জন। এ বার এক সপ্তাহেই সেই সংখ্যা পৌঁছে গিয়েছে পাঁচ হাজারের ঘরে।

আরও পড়ুন :আজ বাড়ল না কমল সোনা-রুপোর দর, দেখে নিন লেটেস্ট রেট

সাপ্তাহিক রিপোর্ট অনুযায়ী, ডেঙ্গু (dengu) আক্রান্তের সংখ্যা অনুযায়ী প্রথম স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা, কলকাতাকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে হাওড়া। উত্তর ২৪ পরগনায় ১ সপ্তাহে আক্রান্ত ১,২৫৩ জন। হাওড়ায় ১ সপ্তাহে আক্রান্ত ৬৩৬ জন , কলকাতায় ১ সপ্তাহে আক্রান্ত ৬০৬ জন। উত্তর ২৪ পরগনায় মোট আক্রান্ত ৫৯০১ জন, হাওড়ায় মোট আক্রান্ত ,৩, ৮৬৬, কলকাতায় মোট আক্রান্ত ৩৪০৬ । তবে এই পরিস্থিতিতে কারোকে দোষারোপ না করে পারস্পরিক সহযোগিতা ও সচেতনতা কাম্য। এমনটাই মনে করছে স্বাস্থ্য দফতর।