“তৃণমূলের সঙ্গে যত বেশি মাখামাখি করবেন, ততই রাজ্যপালের ভবিষ্যৎ বিপদজনক হয়ে উঠবে”

0
54
Shamik Bhattacharya taunted Governor

বারাসত: পদবি বোস হলেও রাজ্যের নতুন রাজ্যপাল কিন্তু বাঙালি নন। কিন্ত এবার কিন্তু বাংলার রাজ্যপাল হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলার শেখার। আর যার দরুন, এবছর সরস্বতী পুজোয় রাজভবনে হাতেখড়ি হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের। শুধু তাই নয়, রাজ্যপালের হাতে ‘বর্ণপরিচয়’ও তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপরেই এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে রাজনৈতিক তরজা। রাজভবনে ‘হাতেখড়ি’ প্রসঙ্গে রাজ্য বিরোধী দল গুলি একের পর এক মন্তব্য করে। শোরগোল ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

এই পরিস্থিতিতে ফের বিতর্ক! “তৃণমূলের সঙ্গে যত বেশি মাখামাখি করবেন, ততই রাজ্যপালের ভবিষ্যৎ বিপদজনক হয়ে উঠবে”। রাজভবনে ‘হাতেখড়ি’ বিতর্কের মাঝেই এবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের উদ্দেশ্যে এইভাবে কটাক্ষ ছুঁড়ে দিলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। শনিবার উত্তর ২৪ পরগনার বারাসতে দলের এক সাংগঠনিক বৈঠকে যোগ দেন তিনি। বৈঠকের ফাঁকে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “রাজ্যপালের হাতেখড়ি হোক কিংবা মুখেভাত। তা নিয়ে বিজেপির বিন্দুমাত্র উৎসাহ নেই।তবে, ভাগ্য ভাল টাকা দিয়ে চাকরিতে যোগ দেওয়া থ্রি পাস কোনও শিক্ষকের কাছ থেকে উনি হাতেখড়ি নেননি।”

আরও পড়ুন-প্রয়াত Rakhi Sawant-র মা জয়া সাওয়ান্ত, ব্রেন টিউমার-ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রীর মা

এরপরই ব্যাঙ্গাত্মক সুরে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “একসময় বাংলা শিক্ষকের দাবিতে দাঁড়িভিটে আন্দোলন করতে গিয়ে পড়ুয়াদের গুলি খেতে হয়েছিল। গুলিতে দু’জন পড়ুয়ার মৃত্যুও ঘটেছিল। সেখানে রাজ্যপাল হাতেখড়ি মাধ্যমে নিশ্চিয় বাংলা বর্ণ শিখবেন।কখনও অ,আ এবং ক,খ লিখবেন। আবার কখনও রঙধনু লিখবেন। তাই,বাংলা ভাষার ভবিষ্যৎ সম্পর্কে ওনার সম্যক ধারণা থাকা উচিত। বলা যায় না হাতেখড়ির পর হয়তো তাঁর মুখেভাত-ও হতে পারে।”

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor