সিকিমে বাড়ছে অপরাধমূলক কাজ, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

0
141

নিজস্ব সংবাদদাতা, সিকিম: পাহাড়ে যারা ঘুরতে ভালোবাসেন তাঁদের ভ্রমণের তালিকায় সিকিম থাকেই৷ পাহাড় ঘেরা সিকিমের সৌন্দর্য্য উপভোগ করতে ধস বা বর্ষাকে উপেক্ষা করেই চলে যান পর্যটকেরা৷ কিন্তু এই সিকিমেই পর্যটকদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন৷ ফলে ক্ষোভ বাড়ছে পর্যটকদের মধ্যে৷

পর্যটকেরা জানিয়েছেন, আগের মতো নিরাপদ শহর আর সিকিম নেই৷ সন্ধ্যা হলেই চুরি, ছিনতাই এবং ডাকাতি বেড়েই চলেছে৷ আগে সিকিম এইরকম ছিল না, পর্যটকেরা বেড়াতে এসে নিশ্চিতভাবে ঘুরতে পারত। এখন বিকেল হলেই ভয় বাড়ে পর্যটকদের।

- Advertisement -

বেশিরভাগ মানুষ বাইরে থেকে আসার কারণে সিকিম পরিস্থিতি জানতে পারেন না, ফলে নানা সমস্যার মধ্যে পড়তে হয় তাদের। অবশ্য সিকিমের হোটেলগুলি থেকে নির্দেশ দেওয়া আছে সন্ধ্যা ছটার পরে বেশিদূরে না যাওয়ার জন্য।

অনেক পর্যটক রাতে ঘুরতে পছন্দ করেন৷ মূলত তারাই আক্রান্ত হচ্ছেন৷ এদিকে সিকিমের স্থানীয় মানুষের অভিযোগ, সম্প্রতি বাইরে থেকে মানুষ এসে সিকিমে বসবাস করতে শুরু করেছে৷ ফলে বেড়ে চলেছে অপরাধমূলক কাজ৷

সিকিম পুলিশ জানিয়েছে, তারা এখন থেকে সন্ধ্যা হলেই দ্বিগুন পাহাড়া বাড়িয়ে দেবে। এবং সিকিম বর্ডারে নাকা চেকিং শুরু করবে। তবে শহরে এইভাবে অপরাধ বাড়তে থাকলে সিকিমের পর্যটন অনেকটাই ক্ষতিগ্রস্থ হবে সেটা মেনে নিচ্ছে সিকিমের পর্যটন দফতর।