সাঁওতালি ভাষা নিয়ে মাননীয়ার দাবি মিথ্যে: শুভেন্দু অধিকারী

0
318

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রাম: কৃষক সুরক্ষা অভিযান ও যোগদান মেলার আয়োজন করে ভারতীয় জনতা পার্টি। বুধবার ঝাড়গ্রামের জামদা সার্কাস ময়দানে এই সভা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

 

- Advertisement -

এদিন তিনি বলেন,”পণ্ডিত রঘুনাথ মূর্মূ ১৯২৫ সালে অলচিকি লিপিতে আদিবাসী ভাষা লিখেছিলেন। এই ভাষাকে অতীতে কংগ্রেস, সিপিএম দলের সরকার স্বীকৃতি দেয়নি। ২০০৩ সালে অষ্টম তপশিলে ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী সরকার সাঁওতালি ভাষাকে স্বীকৃতি দিয়েছিলেন”।

 

শুভেন্দুর দাবি, ”প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী সাঁওতালি ভাষাকে স্বীকৃতি দিয়েছিলেন। আর রাজ্যের মাননীয়া বড় বড় কথা বলেন। বলেন সাঁওতালি প্রাথমিকে চালু করে দিয়েছি, হাইস্কুলে চালু করে দিয়েছি”।

 

এই বিষয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারির অভিযোগ,” সিলেবাস পেয়েছেন কেউ। কোন কলেজে সিলেবাস নেই। কোনও ইউনির্ভাসিটিতে সিলেবাস নেই। বই তৈরি হয়নি, শিক্ষকদের নিয়োগ হয়নি। কোথাও কিচ্ছু নেই।শুধু ঢপের চপ,৪২০”।

 

কটাক্ষের সুরে শুভেন্দু বলেন,”আমরা যদি ক্ষমতায় আসি আমি দিলীপ ঘোষকে বলব, সঙ্গে দলকেও বলব  ‘মিথ্যাশ্রী’ চালু করতে। সেটা পাবেন ‘মাননীয়া’। আর একটা ‘তোলাশ্রী’ চালু করতে, ওটা পাবেন ওনার ভাইপো”।