ভোটারদের সাহস জোগাতে রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর

0
473

বাঁকুড়া: নির্বাচন ঘোষণা ও আদর্শ আচরণবিধি লাগুর সঙ্গে সঙ্গে বাঁকুড়ার জঙ্গলমহলে রুট মার্চ শুরু করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রবিবাসরীয় সকাল থেকে সারেঙ্গা থানার আইসিকে সঙ্গে নিয়ে বরাগাড়ি গ্রামে রুটমার্চ করেন তাঁরা। একই সঙ্গে গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন জওয়ানরা।

কেন্দ্রীয় বাহিনীর কর্মকর্তাদের আশা, এখন থেকে নিয়মিত এলাকায় রুটমার্চ চালাতে পারলে সাধারণ মানুষের ভয় ভীতি অনেকখানি কাটানো সম্ভব হবে৷ অতীতে কি ধরণের হুমকি, ভয়-ভীতির সম্মুখীন হতে হত বা এখনও হতে হচ্ছে তা নিয়েও ভোটারদের সঙ্গে আলাদা করে কথা বলেন কেন্দ্রীয় বাহিনীর কর্তারা।

- Advertisement -

প্রসঙ্গত, এরাজ্যে ৮ দফায় ভোট গ্রহণের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। একেবারে প্রথম দফা অর্থাৎ ২৭ মার্চ এই জেলার জঙ্গলমহলের দুই বিধানসভা কেন্দ্র রাইপুর ও রানীবাঁধে ভোট। তার আগে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে চাইছে নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য মানুষের মধ্যে আস্থা গড়ে তুলতে কেন্দ্রীয় বাহিনীর এই রুটমার্চ বলে জানা গিয়েছে।