কুখ্যাত অপরাধ প্রবণ গ্রামের তকমা সরিয়ে পুনীশোল আজ শস্য শ্যামলা

0
68

বাঁকুড়া: অপরাধ প্রবণ গ্রামের তকমা ছেড়ে এখন কৃষিভিত্তিক শস্য শ্যামলা গ্রামটি। এ যেন দস্যু রত্নাকর থেকে বাল্মিকী হওয়ার কাহিনীর নামান্তর। এই গ্রামে অতীতের অপরাধের অন্ধকার সরিয়ে আজ শুধু সোনালী রোদের আভা।
আরও পড়ুন: আত্মহত্যার আগে এক কোটি টাকার লটারি জিতে নতুন জীবন পেলেন বাজনাবাদক
পুনীশোল নামের গ্রামটি জনসংখ্যার দিক থেকে এশিয়ার অন্যমতম বহৎ। এই গ্রাম এক সময় অপরাধ প্রবণতায় শীর্ষ স্থানে ছিল। সেই সময় ‘মিনি চম্বল’ আখ্যা পাওয়া এই গ্রামের ছবিটাই এখন সম্পূর্ণ বদলে গেছে। এখন চাষাবাদ করেই জীবিকা নির্বাহ করেন এই গ্রামের একটা বড় অংশের মানুষ।

- Advertisement -

এখন এই গ্রামে গেলে দেখা যবে গ্রামের পাশে জঙ্গল লাগোয়া জমিতে যেন নানান ধরণের মরশুমী সব্জীর মেলা বসেছে। মাঠ জুড়ে মাচায় চাষ হচ্ছে ঝিঙে, করলা, শশা সহ অন্যান্য সব্জী। আর সেই উৎপাদিত সব্জী বিক্রি করে দিন গুজরান করছেন এখানকার প্রান্তিক মানুষ গুলি। এখন আর এক সময়ের ‘দুর্ধর্ষ’ এই গ্রামকে ‘মিনি চম্বল’ বলার সাহস কেউ পাবেননা, একথা নিশ্চিত করেই বলা যায়।


আরও পড়ুন: বৃষ্টি বিধ্বস্ত ঘাটাল পরিদর্শনে যাচ্ছেন তারকা সাংসদ দেব
গ্রামের মানুষই জানিয়েছেন, ‘ডাকাতিয়া গ্রাম’ হিসেবে জনমানসে পরিচিতি থাকায় পুলিশ থেকে সংবাদমাধ্যম সকলের কাছেই ‘মিনি চম্বল’ নামে খ্যাত ছিল পুনীশোল। বর্তমানে সরকারের বদান্যতায় বনদপ্তরের ফাঁকা জমিতে চাষ আবাদ করেই সংসার চলে গ্রামের গরিব মানুষগুলির। কংসাবতী সেচ খালের পর্যাপ্ত জল এই চাষাবাদে বিশেষ সহায়তা করেছে বলেও জানিয়েছেন গ্রামবাসীরা।