অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে মাথা ফাটল পুলিশের

0
676

খাস খবর ডেস্ক: ফের আক্রান্ত পুলিশ (Police)। এবার অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে আহত হলেন এসআই সহ তিন জন পুলিশকর্মী। কালিয়াচক থানার এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু পলাতক মূল অভিযুক্ত।

সূত্রের খবর, সোমবার ১৭টি মামলায় মূল অভিযুক্ত হাজরু শেখকে গ্রেফতার করতে গিয়েছিল মালদা জেলার কালিয়াচক থানার পুলিশ। পুলিশকে দেখেই তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে হাজারু শেখের সঙ্গীরা।

- Advertisement -

জানা গিয়েছে, মজমপুর গ্রামে একটি মাঠে রবিবার রাত্রে ভলিবল প্রতিযোগিতা চলছিল। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে ঘটনা স্থলে যায় কালিয়াচক থানার পুলিশ বাহিনী। এরপরই স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে বচসা বাঁধে পুলিশের। পুলিশ এবং দুষ্কৃতিদের মধ্যে শুরু হয় ধ্বস্তাধস্তি। শেষ পর্যন্ত দুষ্কৃতীদের হাতে থাকা বাঁশের আঘাতে মাথা ফেটে আহত হন কালিয়াচক থানার এসআই বিশ্বজিৎ গুহ। এরপর রক্তাক্ত অবস্থায় এসআইকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মাথায় সাতটি সেলাই পড়ে।

এদিকে পুলিশ এবং দুষ্কৃতিরদের ঝামেলার সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হন মুল অভিযুক্ত হাজরু শেখ।
পুলিশ ওপর হামলার ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রয়েছে সেলিম সেখ (৪৬), বাহাদুর সেখ(৭০) আব্দুলাহি কাইফ(৩৬) সহ আরও পাঁচ জন।