পুলিশের ধরপাকড় আটক মাস্কবিহীন ১২ ও গ্রেফতার ৮

0
8898

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া ও কলকাতা: করোনাময় পরিস্থিতিতে মাস্কবিহীন সবজান্তাদের ‘সবক’ শেখাতে কড়া হচ্ছে বাঁকুড়া জেলা পুলিশ৷ মাস্ক না পরে বাজারে ঘোরাঘুরি ও ‘আড্ডা’ দেওয়ার অভিযোগে ১২ জনকে আটক করল সারেঙ্গা থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে খবর।

প্রসঙ্গত, সারা দেশ তথা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এই অবস্থায় রাজ্য সরকারের তরফে সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। তারপরেও হুঁশ ফেরেনি এক শ্রেণির সবজান্তা পাবলিকের।

- Advertisement -

অন্যদিকে, মাস্কহীন পথচারীদের ধরপাকড় নিউটাউন থানার পুলিশের। নিউটাউন মৃধা মার্কেট ও কৃষ্ণপুর মিশন বাজার এলাকা থেকে আট জনকে গ্রেফতার করে পুলিশ৷ নিউটাউন মৃধা মার্কেট বাজার এবং কৃষ্ণপুর মিশন বাজারে এসে দেখা গেল এখনও বহু মানুষ মাস্কহীন চলাচল করছে।

অনেকের মুখে মাস্ক নেই আবার অনেকের থুতনিতে মাস্ক আবার অনেকের পকেটে মাস্ক, পুলিশকে দেখার পর উঠল মাস্ক সঠিক জায়গায়, বেরিয়ে পড়ল পকেট থেকে। এমন চিত্র ধরা পড়ল নিউটাউনে দুটি বাজারে। পথ চলতি বাইক আরোহী থেকে কিছু ক্রেতা তাদের ও অসচেতনের ছবি ধরা পড়ল৷