বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দ বাজি বাজেয়াপ্ত, গ্রেফতার যুবক

0
41

ইটাহার: কালীপুজোর আগে বিশাল পরিমাণ নিষিদ্ধ শব্দ বাজি বাজেয়াপ্ত করল পুলিশ। পাশাপাশি এই ঘটনায় এক ব্যক্তি গ্রেফতার করেছে পুলিশ। শনিবার অভিযুক্তকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল ইটাহার থানার পুলিশ।

https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

- Advertisement -

গোপন সূত্রে খবরের ভিত্তিতেই বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে পুলিশ। ওই যুবকের কাছে উদ্ধার হওয়া নিষিদ্ধ শব্দবাজি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার হওয়া নিষিদ্ধ শব্দবাজির বাজারমূল্য আনুমানিক প্রায় ২৫ হাজার টাকা। শনিবার অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে।

আরও পড়ুন-ছুটি বাতিল কর্মীদের, সিত্রাং মোকাবিলায় তৈরি দমকল

প্রসঙ্গত, কালীপূজার আগে নিষিদ্ধ শব্দবাজি তথা আতসবাজির বিক্রি রুখতে তৎপর পুলিশ প্রশাসন। সেই মোতাবেক রায়গঞ্জ পুলিশ জেলার নির্দেশে ইটাহার থানার আইসি মানবেন্দ্র নাথ সাহার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল বিভিন্ন এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিশেষ অভিযান চালাচ্ছে। এই অভিযানে শুক্রবার রাতে ইটাহার থানার দূর্গাপুর লাইন বাজার এলাকার এক ব্যবসায়ীর দোকান থেকে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করার পাশাপাশি ওই ব্যবসায়ীকেও গ্রেফতার করে পুলিশ।