রক্তে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রীকে স্বেচ্ছামৃত্যুর আর্জি

0
549

খাস খবর ডেস্ক: ‘হয় দেখা করুন, না হলে আমাদের স্বেচ্ছায় মরার অনুমতি দিন৷’-রীতিমতো সিরিঞ্জে করে দেহের রক্ত বের করে সেই রক্ত দিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই ভাষাতেই চিঠি লিখলেন শিক্ষকেরা৷ শুক্রবার সকালে সল্টলেকের সিটি সেন্টারের এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ বিভিন্ন দাবিতে টানা ৩২ ধরে অবস্থান বিক্ষোভে বসেছেন মাদ্রাসা শিক্ষকরা।

আরও পড়ুন জল্পনা বাড়িয়ে ইস্তফা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ

- Advertisement -

ওয়েস্ট বেঙ্গল রিকগনাইজ আনএডেজ মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে বিভিন্ন দাবিতে টানা ৩২ দিন ধকে সিটি সেন্টারে অবস্থান বিক্ষোভে বসেছেন শিক্ষকেরা৷ তাঁদের মধ্যে সংগঠনের রাজ্য সম্পাদক পলাশ রোম সহ ৬জন আমরণ অনশনের পথ বেছে নিয়েছেন৷ পলাশবাবুর অভিযোগ, ‘‘দীর্ঘ ৯ বছর ধরে আমরা বঞ্চিত৷ সাম্মানিক চালু করা, মিড ডে মিল সহ আমাদের কোনও দাবি পূরণ হচ্ছে না৷ এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আর্জি জানিয়েও লাভ হচ্ছে না৷ তাই রক্ত দিয়ে চিঠি লেখার সিদ্ধান্ত৷’’

একই সঙ্গে তাঁর ব্যাখ্যা, ‘‘বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়৷ ওঁনার রাজত্বে আমরা রয়েছি৷ যদি আমাদের দাবি উনি পূরণ করতে না পারেন, তাহলে আমাদের স্বেচ্ছামৃত্যুর অনুমতি টুকু অন্তত দিন৷’’ ভোটের মুখে এহেন ঘটনায় অবশ্য যথেষ্ট অস্বস্তিতে শাসকদল৷ যদিও এবিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় বা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷