প্রিয়জন বাইরে থাকলেও চিন্তা নেই, জেলাতেও এবার peace heaven

0
167

খড়দা: প্রিয়জন মারা গিয়েছেন, অথচ এদিকে তাঁর আত্মীয় থাকেন ভিনরাজ্যে কিংবা অন্য কোনও দেশে। এমন পরিস্থিতিতে হামেশাই সমস্যায় পড়েন পরিবারের সদস্যরা৷ তবে এই ঝক্কি আর নয়, কলকাতার ধাঁচেই এবার জেলাতেও তৈরি হল ‘peace heaven’।

আরও পড়ুন, বেড়াতে যেতে চাইলে এবার থেকে মানতে হবে এই নিয়মগুলি

- Advertisement -

খড়দহের প্রয়াত বিধায়ক কাজল সিনহার স্মৃতিতে তৈরি হল এই peace heaven । খড়দহ পৌরসভা অঞ্চলে আজ এই শীততাপ নিয়ন্ত্রিত পিস হেভেনের উদ্বোধন করা হয়। দীর্ঘদিন ধরে যাতে মৃতদেহ সংরক্ষণ করে রাখা যায়, তার জন্যই এই পিস হেভেন বানানো হয়েছে। আজ এই পিস হেভেনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূল সাংসদ সৌগত রায়। ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। এবং খড়দহ পৌরসভার মুখ্য প্রশাসক নিলু সরকার সহ অন্যান্যরা।

আরও পড়ুন, ভারত-শ্রীলঙ্কা দ্বৈরথ: যে পাঁচজন থাকছেন বিশ্বকাপের দৌড়ে

মূলত খড়দহের প্রয়াত বিধায়ক কাজল সিনহার স্মৃতিতেই এই পিস হেভেন বানানো হয়েছে। একুশের বিধানসভা নির্বাচনেও তৃণমূলের টিকিটে ভোটে লড়েছিলেন কাজল সিনহা৷ ভোটপর্ব চলাকালীনই করোনা আক্রান্ত হন তিনি। করোনায় প্রাণ হারান কাজল। এরপরে যে সাতটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, তার মধ্যে খড়দহ আসন অন্যতম।