উন্নয়ন আধিকারিকের বদলি নয়, আওয়াজ তুলে বিক্ষোভ সহস্রাধিক রামগরবাসীর

0
91181

নিজস্ব সংবাদদাতা, তমলুক: সমষ্টি উন্নয়ন আধিকারিককে এখান থেকে বদলি হয়ে অন্যত্র যাওয়া যাবে না। রামনগর ২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের বদলির বিরুদ্ধে সোচ্চার হলেন এলাকায় বাসিন্দারা। শুক্রবার বিডিও অফিসের সামনে অবস্থান-বিক্ষোভে বসে পড়লেন এলাকার সহস্রাধিক পুরুষ-মহিলা। প্রায় চার ঘণ্টা ধরে বিক্ষোভ দেখান এলাকা বাসিন্দারা। অবশেষে জন প্রতিনিধিদের কাছ থেকে আশ্বাস পেয়ে অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করে নেয় স্থানীয়রা।

প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্ঘ্য ঘোষ গত ২০১৯ সালের নভেম্বর মাসে যোগ দিয়েছিলেন। ১১ মাস এখানে কাজে নিযুক্ত ছিলেন। সম্প্রতি তাঁর অন্যত্র বদলির অর্ডার এসেছে। অর্ঘ্যবাবু ঝাড়গ্রাম মহকুমা শাসক দফতরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি হচ্ছেন।

- Advertisement -

অর্ঘ্য ঘোষের জায়গায় আসছেন দক্ষিণ ২৪ পরগণার কুলতলির বিডিও বিপ্রতীম বসাক। আগামী সপ্তাহেই দায়িত্ব হস্তান্তর হওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে। বিডিও বদলি হচ্ছে কথা জানতে পেরে এলাকা বাসিদারা ক্ষোভে ফেটে পড়েন। এলাকার বাসিন্দারা একজোট হন এবং বদলির আটকাতে আন্দোলনে নামার সিদ্ধান্ত নেন।

শুক্রবার বিডিও অফিসের সামনের ঘোরাও করে বিক্ষোভ দেখায়। অবস্থান বিক্ষেভের সামিল হন এলাকার সহস্রাধিক পুরুষ-মহিলা। আন্দোলনকারীদের পক্ষে শীর্ষেন্দু দাস ও কল্পনা বেরা বলেন, ‘‘করোনা ও আমফান ঘূর্ণিঝড়ের সময় কালে বিডিওকে খুব কাছে পেয়েছি। বিডিও হিসেবে তাঁকে আরও কিছু সময় পেলে এলাকার উন্নতিই হবে। আমরা কোন মতেই বিডিও বদলি হতে দেবো না। আদেশ নামা পুন র্বিবেচনা করার জন্য জেলাশাসক ও মহকুমা শাসকের কাছে দাবিপত্র পাঠিয়েছি।’’

সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্ঘ্য ঘোষের কথায়, ‘‘ঊর্ধ্বতন মহলের নির্দেশে মেনে তো আমাকে অন্যত্র যেতেই হবে। এই ভাবে কাউকে আটকানোও যায় না।’’ রামনগরের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অরুণ দাস জানান, এটা তো সরকারি নির্দেশ। তবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।