Newtown: কটূক্তির প্রতিবাদ জানাতে গিয়ে শ্লীলতাহানির শিকার তরুণী, গ্রেফতার দুই

0
62

নিউটাউন: বাড়ি ফেরার পথে তরুণীকে কটূক্তি। প্রতিবাদ করতে গেলে ওই তরুণীকে অশালীন মন্তব্য করা হয়। শুধু তাই নয়, পাশাপাশি অভিযুক্তদের মোবাইলে ছবি তুলতে গেলে তাঁর হাত ধরে বাইকে চেপে টানতে টানতে কিছুটা টেনে নিয়ে যাওয়ার হয় ওই তরুণীকে। এই ঘটনায় অল্পবিস্তর আহত হয় ওই তরুণী।

আরও পড়ুন-Bangladesh Refugee Camp: রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় নিহত সাত শরণার্থী, আহত আরও ১০

- Advertisement -

জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে নিউটাউনের জগৎপুরে। ওই তরুণী রেস্টুরেন্টে কর্মরত। এই ঘটনায় নিউটাউন থানায় লিখিত অভিযোগ করেন ওই তরুণী। তরুণীর অভিযোগের ভিত্তিতে নিউটাউন থানায় পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তদের নাম রাজু মজুমদার ও সবুজ শীল। তাদের আজ বারাসাত কোর্টে তোলা হয়েছে।

পুলিশ সূত্রে খবর,  গত ২০ তারিখ রাতে রেস্টুরেন্টের কাজ শেষ করে বাড়ি ফিরছিল জগৎপুর এর বাসিন্দা এক তরুণী। নিউটাউন গোল বিল্ডিংয়ের কাছে আসতেই বাইকের ওপর বসে থাকা দুই যুবক প্রথমে তরুণীকে কটূক্তি করে। এরপর ওই কথা শুনে তরুণী প্রতিবাদ করতে এগিয়ে এলে ওই তরুণীকে অশালীন মন্তব্য করতে থাকে। একইসঙ্গে তরুণী মোবাইলে ছবি তুলতে গেলে বাধা দেয়।

আরও পড়ুন-Fake Journalist: রাজ্যে সক্রিয় প্রতারণা চক্র, এবার পুলিশের জলে ‘ভুয়ো জার্নালিস্ট’

এরপর মোবাইল শুদ্ধ তরুণীর হাত ধরে বাইক স্টার্ট করে এগিয়ে যায় দুষ্কৃতীরা। ওই তরুণীকে বেশকিছুটা রাস্তা টানতে টানতে নিয়ে যায়। হাত ছেড়ে দিলে পরে গিয়ে অল্পবিস্তর আহত হয়। গতকাল নিউটাউন থানায় অভিযোগ দায়ের করলে নিউটাউন এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আজ তাদের বারাসাত কোর্টে তোলা হয়।