নবদ্বীপে মঠের একাধিক সন্ন্যাসী করোনা আক্রান্ত, কন্টেনমেন্ট জোন ঘোষণা পুরসভার

0
124

নিজস্ব সংবাদদাতা, নদিয়া: সরকারি রিপোর্ট অনুযায়ী নদিয়ার নবদ্বীপ দেয়ারাপাড়া রোডের মনিপুর গৌড়ীয় মঠের ছয় সন্ন্যাসীর রিপোর্ট পজিটিভ আসায় সরকারিভাবে ওই মঠটিকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হল।

নদিয়ার নবদ্বীপ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মণিপুর গৌড়ীয় মঠের বেশ কয়েকজন সন্ন্যাসীর পাঁচ-ছয় দিন ধরে শারীরিক অসুস্থতার খবর পান স্থানীয় প্রাক্তন কাউন্সিলার আশিষ চক্রবর্তী। এরপর তিনি পুরসভার স্বাস্থ্যকর্মী এবং নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসকদের নিয়ে ওই মঠের সন্ন্যাসীদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থা করেন।

- Advertisement -

তিনি জানান, প্রায় ২০ জনের সোয়াব টেস্ট করার পর এখনও পর্যন্ত সরকারিভাবে ছয় জনের রিপোর্ট পজিটিভ এসেছে। বেশ কয়েকজনের রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি। এরপরই মঠের ভেতরে সম্পূর্ণভাবে স্যানিটাইজ করা হয়। ইতিমধ্যে ওই মঠটিকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে।

মঠের এক প্রবীণ সন্যাসী ভক্তি বেদান্ত জনার্দন মহারাজ বলেন, ‘‘সরকারিভাবে ছয়জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে প্রাথমিক ভাবে আমাদের মঠের ১২ জনকে ওষুধ দেওয়া হয়েছে। এখনও মঠের অনেকের রিপোর্ট এসে পৌঁছায়নি। তবে এলাকার প্রাক্তন কাউন্সিলার সব সময় আমাদের খোঁজ খবর নিচ্ছেন৷ করোনা আবহে শুরু থেকে আমরা খুবই সাবধানেই ছিলাম।’’

এদিকে জেলা স্বাস্থ্যদফতর সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সকাল সাতটা থেকে শুক্রবার সকাল সাতটা পর্যন্ত জেলায় এখনও পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১২৬ জন। নবদ্বীপ ব্লকের এই পর্যন্ত মোট আক্রান্ত ১৯৭ জন। নবদ্বীপ পুর এলাকার আক্রান্তের সংখ্যা ১২১ জন। এখনও পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৪৪৭৮ জন।