পুকুর খননের নামে লক্ষাধিক টাকা আত্মসাৎ, অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

0
38

মালদহ : পুকুর খননের নামে লক্ষাধিক টাকা আত্মসাৎ। অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে। আগের প্রধানের ঘাড়ে দোষ চাপিয়ে দায় সেরেছে বর্তমান প্রধান। পঞ্চায়েতের বিরুদ্ধে এমন অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহ জেলার মানিকচক ব্লকের উত্তর চন্ডিপুরগ্রাম পঞ্চায়েতের জুলাবদিটোলা গ্রামে।

আরও পড়ুন: ৩০ বছরে ৬০ ছাত্রীর শ্লীলতাহানি, অবসরের দিনেই গ্রেফতার সিপিএম নেতা

- Advertisement -

১০০ দিনের কাজে পুকুর খননের টাকায় দুর্নীতির অভিযোগ উঠেছে পঞ্চায়েতের বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগ, পুকুর খনন হয়েছে বলে খরচ দেখানো হয়েছে কয়েক লক্ষ টাকা পঞ্চায়েতি খাতায়। তবে বাস্তবে কিছুই হয়নি। সম্পূর্ণটাই আত্মসাৎ করে ফেলেছে পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত কর্মীরা।মানিকচকের তৃণমূল পরিচালিত উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এমনটাই অভিযোগ। ইতিমধ্যেই জুলাবদিটোলা গ্রামের বাসিন্দা নুর ইসলাম পঞ্চায়েতের বিরুদ্ধে ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরিস্থিতি খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দিয়েছেন বিডিও।

অভিযোগকারী নুর ইসলাম ও তাঁর পরিবারের লোকজন জানায়, তাঁদের জমিতে নতুন পুকুর খননের কাজ এসেছিল যা স্থানীয় পঞ্চায়েত দ্বারা হত। সাম্প্রতিক কালে তাঁরা জানতে পারে তাঁদের এই পুকুর খনন না করে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা আত্মসাৎ করেছে প্রধান ও পঞ্চায়েতের কর্মীরা। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আস্ত একটি পুকুর চুরি হয়ে যাবে ভাবতেই পারেনি এলাকাবাসী।

ঘটনায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল পরিচালিত উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। যদিও বর্তমান তৃণমূল প্রধান রুখসানা পারভীন সমস্ত অভিযোগ বিগত বোর্ডের প্রধানের উপর চাপিয়ে দায় সেরেছে। কয়েক মাস আগে পঞ্চায়েতের নতুন বোর্ড গঠন হয়েছে। কয়েক মাস আগে পঞ্চায়েত প্রধান ছিলেন তৃণমূলের বিউটি খাতুন। তিনি এই দুর্নীতি করতে পারে বলে জানিয়েছেন বর্তমান প্রধান।

তবে সমস্ত অভিযোগ ভিত্তিহীন চক্রান্ত করে ফাঁসানো চেষ্টা হচ্ছে বলে দাবি করেন গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান বিউটি বিবির। তিনি জানান, ‘কাজ বাস্তবে হয়েছে। শ্রমিকরা মজুরি ও পেয়েছে। এখন যেহেতু আমি প্রধান নেই তাই মিথ্যা অভিযোগ করে চক্রান্ত করে আমাকে ফাঁসানো রাখার চেষ্টা চলছে।’

গোটা ঘটনায় তৃণমূলকে তীব্র ভাষায় কটাক্ষ করেছে জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌড় চন্দ্র মন্ডল। তিনি জানান, ‘রাজ্যজুড়ে তৃণমূলের কাটমানি সন্ত্রাসের সরকার চলছে। সর্বত্রই যে দুর্নীতি হচ্ছে সে মতোই উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত পুকুর খননের কাজ না করেই টাকা আত্মসাৎ করে ফেলেছে। মানুষের কাজ করার বদলে নিজেদের পেট ভরতে ব্যস্ত আছে তৃণমূলের সর্বস্তরের নেতা-নেত্রীরা।’

এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে অভিযোগকারীরা।এই ব্যাপারে মানিকচক ব্লক বিডিও জয় আমেদ জানান, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু করা হবে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’