সকালে হাঁটতে বেরিয়ে বানালেন মোমো, ফের অন্য মেজাজে মুখ্যমন্ত্রী Mamata Banerjee

0
33

দার্জিলিং: উত্তরবঙ্গ সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের শেষ দিনেও তাঁকে দেখা গেল এক অন্য মেজাজে। কয়েকদিন আগেই বানিয়েছিলেন ফুচকা। এবার বানিয়ে ফেললেন পাহাড়র অন্যতম জনপ্রিয় খাবার মোমো। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন: কার নির্দেশে এসএসসির উপদেষ্টা কমিটি, সচিবকে জেরা সিবিআইয়ের

- Advertisement -

বৃহস্পতিবার সকালে দার্জিলিংয়ের রাস্তায় হাঁটতে বের হন মুখ্যমন্ত্রী। সেখানেই এক প্রবীণ মহিলা মোমো বিক্রেতার দোকানে ঢুকে তাঁর সঙ্গে কথা বলেন এবং মোমো বানাতে বসে যান। নিজে হাতেই বেলনচাকি নিয়ে লেচি কেটে বেলতে শুরু করেন। তিনি জানান, ‘আমি এর আগেরবার এসে শিখে গিয়েছিলাম কিভাবে মোমো তৈরী করতে হয়, এবারে এসে মোমো বানিয়ে ফেললাম। ছোট ছোট বাচ্চারা মোমো খেতে পছন্দ করে। দার্জিলিংয়ের মত ঠাণ্ডা জায়গায় মোমো খুব জনপ্রিয় তা আমি জানি।’ ওই মহিলার থেকে কয়েকশো টাকার মোমো কিনেছেন বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: Vice President Election 2022: উপ-রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিশেষ বৈঠকে বসতে চলছে বিরোধীরা

উল্লেখ্য, মঙ্গলবার দার্জিলিংয়ে জনসংযোগ বাড়াতে রাস্তায় হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই একটি ফুচকার দোকানের সামনে গিয়ে নিজেই আলু, মটর, টকজল ভরে সাধারণ মানুষদের ফুচকা দিতে থাকেন।