তমলুকে ব্যবসায়ীর কয়েক লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার মূল পাণ্ডা

0
37

নিজস্ব সংবাদদাতা, তমলুক: এক ব্যবসায়ীর কয়েক লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল চুরি চক্রের মূল পাণ্ডা। ঘটনাটি ঘটেছিল পূর্ব মেদিনীপুর জেলায় ভরদুপুর এগরা শহরে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দেবাশিষ দলাই। তার বাড়ি রামনগর থানার তেতুলতলা গ্রামে। ধৃতকে কাঁথি আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকচ করে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

- Advertisement -

স্থানীয় সূত্রের খবর, এগরা চাতলা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মানিক রায় এগরায় একটি ব্যাঙ্ক থেকে আড়াই লক্ষ টাকা তোলেন। তারপরে বাইকের ডিকি ভেতর লক্ষাধিক টাকা রাখেন মানিক বাবু। কিছু যাওয়ার টাকা দেখতে গিয়ে দেখেন, তাঁর ডিকি থেকে টাকা উধাও হয়ে গিয়েছে।

এই ঘটনার খবর পর দ্রুত মানিকবাবু এগরা থানার লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্তে নামে এগরা থানার পুলিশ। এলাকায় সিসিটিভ ফুটেজ দেখে এক যুবককে চিহ্নিত করেন তাঁরা। রাতে অভিযান চালিয়ে রামনগর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।

এবিষয়ে, এগরা থানার এক পুলিশ আধিকারিক বললেন, “অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তদন্তে কারণে অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে”। যদিও তদন্তে কারণে বেশি কিছু জানাতে রাজী হয়নি। চুরি যাওয়ার কিছু পরিমাণ টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।