মালদহে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার

0
47

মালদহ: বিধানসভা নির্বাচনের আগে মালদহ জেলার মানিকচক থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হল। রবিবার মানিকচক থানার পুলিশ ও মালদহ স্পেশাল টাস্কফোর্স মথুরাপুরের সংকরটোলা গ্রামের ফুলহর নদীর ধারে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে তিনজনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতদের কাছ থেকে ৫টি সেভেন এমএম পিস্তল ও ৯০ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল ঝাঁকসু চৌধুরী, সোনাচাঁদ চৌধুরী এবং সাইয়েদ সুলতান আহমেদ। ঝাঁকসু ও সোনাচাঁদের বাড়ি মালদহর রতুয়া থানা এলাকায়। সুলতান বিহারের কাটিহার জেলায় আমদাবাদ গ্রামের বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত তিন দুষ্কৃতী মানিকচকে বড়োসড়ো অপরাধমূলক কাণ্ড বা অস্ত্র পাচারের কাজে এসেছিল। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি বিহারের মুঙ্গের থেকে আনা হয়েছিল বলে জানা গিয়েছে।

- Advertisement -