তৃণমূল- বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ভুপতিনগর

0
356

নিজস্ব সংবাদদাতা,তমলুক: তৃণমূল- বিজেপি রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার ভুপতিনগর। এলাকা দখল করাকে কেন্দ্র করে বোমাবাজি ও বন্দুক নিয়ে হামলার অভিযোগ তুলে সরব হয়েছে দুপক্ষই। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়ে হয়েছে। দুই দলই একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। নতুন করে এলাকায় বোমাবাজি ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকলেও অঞ্চলে চাপা উত্তেজনা রয়েছে।

- Advertisement -

বিজেপির অভিযোগ, এলাকা দখল করার জন্য তৃণমূল বাইরে থেকে কিছু হার্মাদ নিয়ে এসে এলাকায় বোমাবাজি করে ও বন্দুক নিয়ে গ্রামবাসীদের ওপর চড়াও হয়। দিনে দুপুরে হামলার চলাকালীন ২ জন বহিরাগত যুবককে আটক করে পুলিশ হাতে তুলে দেওয়া হয়।

বিজেপি নেতা প্রশান্ত পণ্ডা বলেন, গ্রামবাসীদের তৎপরতায় ২ জন বহিরাগত যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তৃণমূল কিছু হার্মাদ নিয়ে এসে এলাকায় দখল করা চেষ্টা করছিল।

 

যদিও অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূলের পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের প্রাক্তণ সভাপতি মামুদ হোসেন বলেন, বিজেপি নতুন করে এলাকায় অশান্তি করার চেষ্টা করেছে। বিজেপি কিছু হার্মাদ বাইরে থেকে নিয়ে এসে অশান্তি করার চেষ্টা করছে। এনিয়ে পুলিশকে বিষয়টি জানিয়েছি। যদিও এই বিষয়ে ভূপতিনগর থানার পুলিশ মুখে কুলুপ এঁটেছে।