বেআইনি রপ্তানি ট্রাক আটক, আহত পুরসভার কর্মী

0
98

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: বেআইনি রপ্তানি ট্রাক আটক করতে গিয়ে আহত পুরসভার কর্মী৷ ঘটনায় গ্রেফতার ২ যুবক৷ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত এলাকায়৷ আহত কর্মীকে বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ধৃতদের শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়৷

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশগামী রপ্তানির গাড়ি পরিচালনার দায়িত্বভার সাম্প্রতিক গ্রহণ করেছে পরিবহন দফতর৷ পাশাপাশি বনগাঁ পুরসভার পক্ষ থেকে বনগাঁর বিভিন্ন প্রান্তের চেকপোষ্টে ৮০ জন কর্মী কর্মরত আছেন৷ তেমনি শুক্রবার রাতে যশোর রোডের উপরে বিএসএফ ক্যাম্প মোড়ে আগাম খবর পেয়ে বেআইনিভাবে বাংলাদেশ গামী ট্রাক আটকায় পুরসভার কর্মী অভিষেক মোদক৷

- Advertisement -

অভিযোগ, এরপর অভিষেককে পার্শ্ববর্তী নেতাজি মার্কেট এলাকায় তুলে নিয়ে গিয়ে মারধর করে ছয় যুবক৷ আহত অবস্থায় পুরসভার কর্মীকে বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং অভিযুক্তদের বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই পুরকর্মী৷ লিখিত অভিযোগ পেয়ে দুই যুবককে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ৷

এই বিষয়ে বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, ‘‘আগাম খবর পেয়ে বনগাঁ পুরসভার পক্ষ থেকে বিএসএফ ক্যাম্প মোড়ে গাড়ির সঠিক কাগজ পরীক্ষা করার জন্য কর্মীরা ছিলেন৷ সেই সময় কাগজপত্র না মেলায় গাড়ি আটকে রাখে কর্মীরা৷ এরপই অভিষেককে মারধর করে৷ এই বিষয়ে আমরা সরকারের ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে অভিযোগ জানিয়েছি৷ যে সমস্ত বেআইনি ব্যবসাদাররা এই ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছে৷’’

এই বিষয়ে বনগাঁর বিজেপি নেতাদের দাস মন্ডল জানান, কিছু দালাল অসাধু ব্যবসায়ী বেআইনিভাবে গাড়ি বাংলাদেশে পাঠাচ্ছে৷ পুরসভাকে সাধুবাদ জানান তিনি বেআইনিভাবে গাড়ি পাঠানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য৷ যারা বেআইনিভাবে গাড়ি পাঠাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি৷