নালায় প্লাস্টিকে মোড়া বন্দুক, পুলিশ দেখে শান্তি উড়ল তল্লাটের

0
77

বাঁকুড়া: প্রতিদিনের মতো লক্ষ্মীবারের সকালেও ড্রেন পরিষ্কার করছিলেন পূর্ণিমা হাড়ি৷ পুরসভার সাফাই কর্মী৷ বাঁশে করে নালার ময়লা ঠেলতে গিয়ে কিসে যেন আটকে গেল! বেশ ভারী৷ ইট? নাহ্ প্লাস্টিকে ভেতরে কি যেন একটা রয়েছে৷ তবে কি কারও উপহার পড়ে গিয়েছে নালায়! প্লাস্টিক খুলতেই বেরিয়ে এল তাজা বন্দুক! বন্দুক দেখে যেন কারেন্ট শক খেলেন পূর্ণিমা৷ ঘটনাস্থল, বাঁকুড়া শহরের ৪ নম্বর ওয়ার্ডের ময়রাবাঁধ এলাকা৷

সাত সকালে বন্দুক উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাল পুলিশ। ছাপোষা পূর্ণিমা ততক্ষণে কাঁপতে শুরু করেছে। যতটা না ঠাণ্ডার কারণে, তার চেয়ে বেশি পুলিশ দেখে- বলছেন স্থানীয়রা৷ কারণ, এই সেই জঙ্গলমহল৷ একসময় পাখির ডাক ভুলে গুলি, বারুদের শব্দে যে এলাকা প্রতিদিন জেগে উঠতো! ২০০৮-১০, টানা অবরুদ্ধ জঙ্গলমহলের বাসিন্দারা তাই আজও বন্দুকের নাম শুনলেই চমকে ওঠেন৷ এক লহমায় স্মৃতিতে ভিড় করে হাজারও ঘুম ওড়ানো স্মৃতি৷

- Advertisement -

স্থানীয় বাসিন্দা তপন বিদ্ বলছিলেন, ‘‘সাত সকালে বন্দুক দেখলে কার নাম বুকটা কেঁপে উঠবে না? আমরা এই ধরণের ঘটনা আর দেখতে অভ্যস্ত নই, আমাদের শান্তিপ্রিয় পাড়া। নতুন করে যাতে কোনও অশান্তি না হয়, সেটা পুলিশ দেখুক৷’’ ইতিমধ্যে পুলিশ বন্দুকটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে৷ কীভাবে, কার হাত ধরে এক নলা বন্দুকটি জঙ্গলমহলের নালায় এল, তা খতিয়ে দেখছেন পুলিশের কর্তারা৷

আরও পড়ুন: ডেঙ্গু নিধনে সাফল্য, কর্মীদের ব্যাগ ভতি চকলেট উপহার দিল পুরসভা