করোনাবিধি ভুলে রাত জেগে টিকাকরণের লাইন, দুর্ভোগ কাটল না বারাসতবাসীর

0
45

বারাসত: উধাও করোনার বিধি নিষেধ। সারারাত জেগে টিকাকরণের লাইনে দাঁড়িয়ে রয়েছে কয়েকশো মানুষ। তবুও যেন দুর্ভোগ কাটছে না বারাসতবাসীর। ঘটনাটি বারাসত পুরসভার নতুন পুকুর এলাকার।

আরও পড়ুন-কিছুটা স্বস্তি, এক ধাক্কায় দেশে অনেকটা কমল দৈনিক সংক্রমণ

- Advertisement -

রাজ্যের বিভিন্ন জায়গায় এইরকম চিত্র উঠে আসছে। জানা গিয়েছে, সারারাত ধরে খোলা আকাশের নিচে কয়েকশো মানুষ করোনার বিধিনিষেধ ভুলে গিয়ে ভ্যাকসিন পাওয়ার আশায় লাইনে দাঁড়িয়ে থাকে। সোমবার রাতে বারাসত পুরসভার পরিচালিত পরিচালিত আরবান প্রাইমারি হেলথ সেন্টারের চত্বরের সামনে ঘটনাটি ঘটে।

যেহেতু পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছিল, মঙ্গলবার সকালে ২০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। সেই কারণে নোটিশ পরতেই হুড়োহুড়ি পড়ে যায় বারাসতের ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে। ভ্যাকসিনের চিন্তা রাতের ঘুম কেড়ে নিয়েছে সাধারণ নাগরিকদের। সোমবার সন্ধ্যে সাতটা থেকে পরেরদিন অর্থাৎ মঙ্গলবার সকালে ভ্যাকসিন পাওয়ার আশায় লাইনে দাঁড়িয়ে আছেন কয়েকশো মানুষ।

ভ্যাকসিন নিতে আসা পরিতোষ বাবু বলেন, “রাজ্য সরকার যদি বলেন হেল্প সেন্টার গুলোতে প্রত্যেকদিন ১০০০ জন করে ভ্যাকসিন দেওয়া হবে তাহলে মানুষের মধ্যে এতটা হুড়োহুড়ি পড়তো না। এখানে লেখা রয়েছে ২০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। যদি সরকারের তরফ থেকে লেখা থাকত প্রত্যেক দিনে ২০০ জন করে দেয়া হবে তাহলে হয়তো এত মানুষ রাত জেগে এখন লাইনে দাঁড়িয়ে থাকতো না।”

এই খবর ছড়িয়ে পড়ার পরেই স্বাস্থ্য কেন্দ্রের সামনে এসে উপস্থিত হন পার্শ্ববর্তী ২৮ নম্বর ওয়ার্ডের পুরপিতা সমীর তালুকদার। তিনি হাত জোড় করে সবাইকে চলে যেতে অনুরোধ করেন এবং পরের দিন সকালে এসে লাইন দিতে বলেন। বারংবার তিনি বলা সত্বেও কেউ তার কথা কর্ণপাত করেননি। সব মিলিয়ে রাজ্যে ভ্যাকসিন সঙ্কটের চিত্রটা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বারাসাত পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে হেলথ সেন্টারে সামনে।