গেরস্থের পাতকুয়োয় মেছো বেড়াল, হুলস্থুল কাণ্ড হাওড়ায়

0
224

হাওড়া: আচমকায় কে যেন এসে কুয়োয় ঝাঁপ দিল! অন্ধকারে ঠিক বুঝতে না পেরে আনা হল টর্চ৷ তার আলোতেই গেরস্থ দেখলেন পাতকুয়োর জলে খাবি খাচ্ছে একটি বেড়াল! বাড়ি থেকে পাড়া হয়ে খবর রটল পঞ্চায়েতের দরজায়৷ তিনি যোগাযোগ করলেন বন দফতরে৷ রাতেই লোক লস্কর নিয়ে ঘটনাস্থলে পৌঁছালেন বনকর্তারা৷ ফাঁসকলের সাহায্যে শেষ পর্যন্ত পাত কুয়ো থেকে তোলা হল বেড়াল থুড়ি মেছো বেড়ালকে৷

আরও পড়ুন: এবার পুলিশকে লক্ষ্য করে বোমা, জগদ্দলে প্রশ্নের মুখে কর্তারা

- Advertisement -

বেড়ালকে কেন্দ্র করে ততক্ষণে গ্রাম তো বটেই তস্য গ্রাম থেকে হাজির হয়েছেন বাসিন্দারা৷ কোথায় কোভিড, কোথায় বিধি নিষেধ৷ হাওড়ার ডোমজুড় থানা এলাকার সলপের ডাঁসি’তে ততক্ষণে মেছো বেডা়লকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড বেঁধে গিয়েছে৷ বন কর্মীরা জানিয়েছেন, এটি একটি পূর্ণবয়স্ক মেছো মেল বেড়াল। বয়স প্রায় চার থেকে পাঁচ বছর। বিরল প্রজাতির এই বেড়াল বর্তমানে হাওড়া এবং হুগলির বিভিন্ন এলাকায় দেখা যায়৷ মেছো বেড়ালটিকে উদ্ধার করে গড়চুমুকের প্রাণী উদ্ধার কেন্দ্রে পাঠিয়েছে হয়েছে।

আরও পড়ুন: রাতভর বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া, দিঘায় প্রবল জলোচ্ছ্বাস

বুধবার রাতে ওই মেছো বেড়ালটি একটি বাড়ির পাতকুয়োর মধ্যে পড়ে যায়। স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকে যোগাযোগ করা হয় বন দফতরের সঙ্গে। বন দফতরের হাওড়া আরবান রেঞ্জ অফিস থেকে সুশান্ত দোলুই তাঁর টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান। পাতা হয় ফাঁসকল। দীর্ঘ চেষ্টায় মেছো বেড়ালটিকে খাঁচা বন্দি করা হয়। প্রাণীটিকে উদ্ধারের পর পাঠানো হয় গড়চুমুকের প্রাণী উদ্ধার কেন্দ্রে।

হাওড়ার পাঁচলা, ডোমজুড়, হুগলির ডানকুনি, সুন্দরবনে এদের সন্ধান মেলার নজির রয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায় মূলত জনবহুল এলাকার চরিত্র পরিবর্তন , খাদ্যসঙ্কট, পাচার এবং অসুস্থতা মেছো বেড়ালদের কমে যাওয়ার অন্যতম কারণ৷ জলাশয়ের পাশে যেখানে উঁচু ঘাসের জঙ্গল রয়েছে সাধারণত সেখানেই বাসা বাঁধে এরা৷ মাছ এদের প্রধান খাবার হলেও পাখির ডিম , শামুক, নানা ধরনের ছোট প্রাণী, মুরগি প্রভৃতি এদের প্রধান খাদ্য৷