এবার পুলিশকে লক্ষ্য করে বোমা, জগদ্দলে প্রশ্নের মুখে কর্তারা

0
29

জগদ্দল: সাধারণ বাসিন্দাদের পর এবার দুষ্কৃতীদের নিশানায় পুলিশ। দুষ্কৃতী তাণ্ডবের খবর পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছে বোমার ঘায়ে জখম হলেন দুই পুলিশ কর্মী। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন কোথায়, উলটে দুষ্কৃতীদের আক্রমণের হাত থেকে বাঁচতে প্রথমে পিছু হঠতে হল পুলিশকে। বুধবার রাতে এমনই ঘটনার সাক্ষী থাকলেন জগদ্দল থানা এলাকার আটচালা বাগান রোডের বাসিন্দারা। এলাকাটি ভাটপাড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত।

আরও পড়ুন: আন্দোলন জোরদার করতে এবার বাংলা থেকে টিম যাচ্ছে ত্রিপুরায়

- Advertisement -

ঘটনার জেরে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে জগদ্দল থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে আটচালা বাগান রোড এলাকায় দুষ্কৃতীদের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী৷ কিন্তু পুলিশের জিপ এলাকায় পৌঁছানো মাত্র পুলিশকে লক্ষ্য করে শুরু হয় বোমা বৃষ্টি৷ ঘটনাস্থলেই বোমার ঘায়ে গুরুতর জখম হন দুই পুলিশ কর্মী৷ পরে আরও পুলিশ বাহিনী এসে এলাকার দখল নেয়৷

আরও পড়ুন:রাতভর বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া, দিঘায় প্রবল জলোচ্ছ্বাস

বাসিন্দাদের অবিযোগ, ভোট মিটলেও এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য একইরকম ভাবে অটুটু রয়েছে৷ রীতিমতো মুড়ি মুরকির মতো এলাকায় পড়ে বোমা, দিন দুপুরে হুমকি দেওয়া হয়৷ ঘটে ছিনতাইয়ের ঘটনা৷ কিন্তু অভিযুক্তদের পিছনে রাজনৈতিক নেতাদের ‘হাত’ থাকায় অধিকাংশ ক্ষেত্রেই দুষ্কৃতীরা ধরা ছোঁয়ার বাইরে থাকে৷ তাঁদের মতে, তারই নিট ফল- দুষ্কৃতীদের এই দৌরাত্ম্য এবং যার খেসারত হিসেবে এবার পুলিশকেই বোমা খেতে হল!

বুধবার রাতের ঘটনার জেরে এলাকার পরিবেশ কার্যত থমথমে৷ চলছে পুলিশি টহল৷ প্রশ্ন উঠছে, এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য বন্ধে এবার কি টনক নড়বে পুলিশ কর্তাদের? সরাসরি কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ কারণ, ‘স্পর্শকাতর’ বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি পুলিশের কোনও শীর্ষ কর্তা৷