মালদহের উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার দুই

0
155

নিজস্ব সংবাদদাতা, মালদহ: আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই বড়সড় সাফল্য পেল মালদহের কালিয়াচক থানার পুলিশ ও এসটিএফ। এক অস্ত্র কারখানার হদিস পেল পুলিশ কর্তারা। পাশাপাশি দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।

- Advertisement -

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকদের নাম ফারুক আহমেদ ও মহম্মদ আজাম। তাদের বাড়ি বিহারের মুঙ্গের জেলায়। নির্বাচনের পূর্বে এমন কারখানার হদিস পেতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ও এসটিএফ যৌথ অভিযান চালায় আলিপুর ১নং গ্রাম পঞ্চায়েতের করারী চাঁদপুর গ্রামে। ওই এলাকার বাসিন্দা হুমায়ুন শেখের বাড়ি তল্লাশির সময় অস্ত্র কারখানাটির হদিস পায় পুলিশ। কারখানাটিতে অত্যাধুনিক অস্ত্র তৈরির সরঞ্জামও পায় পুলিশ।

সূত্রের খবর, মূলত: নাইন এমএন পিস্তল সহ রাইফেল তৈরি হত এই কারখানাতে। উদ্ধার হওয়া সরঞ্জাম দেখে এমনই অনুমান করছেন পুলিশ কর্তারা। ঘটনাস্থলে বিহারে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। কি কারণে এই অস্ত্র তৈরি করা হচ্ছিল তার তদন্ত করছেন পুলিশ কর্তারা।