১৮ কোটির হেরোইন পাচার করতে গিয়ে STF এর জালে বাবা-ছেলে

0
54

হাওড়া: গোপন সূত্রের খবর পেয়ে হেরোইন পাচারের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাক্স ফোর্স (এসটিএফ)৷ পুলিশ সূত্রের খবর, ধৃতেরা হল- বাবর মণ্ডল ও তাঁর ছেলে রাহুল মণ্ডল। সোমবার দুপুরে ধৃতদের হাওড়া আদালতের তৃতীয় অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে তোলা হচ্ছে। ধৃতদের কাছ থেকে প্রায় ১৩ কেজি হেরোইন উদ্ধার করেছে পুলিশ৷ যার বাজার মূল্য প্রায় ১৮ কোটি টাকা৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল বর্ধমান শহরে বাবর মণ্ডলের বাড়িতে হানা দেয়। সেখান থেকে অভিযুক্ত বাবা-ছেলেকে হাতে নাতে পাকড়াও করা হয়৷ এসটিএফের দাবি, ধৃতদের বাড়ি তল্লাশি চালিয়ে প্রায় ১৩ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে৷ যার আন্তর্জাতিক বাজারে মূল্য প্রায় ১৮ কোটি টাকা।

- Advertisement -

এসটিএফ সূত্রের খবর, হাওড়ার গোলাবাড়ি থানার একটি পুরনো মামলার সূত্র ধরে এদের দু’জনকে গ্রেফতার করা হয়। সেই সূত্রেই উঠে আসে, হেরোইন কাণ্ড৷ চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত, কোথা থেকে এই হেরোইন আনা হত, এই বেআইনি মাদকের ক্রেতাই বা কারা তদন্তে সবই খতিয়ে দেখছেন তদন্তকারীরা

আরও পড়ুন: কেন বিজেপি ছাড়লেন Sabyasachi Dutta, অবশেষে হাটে হাড়ি ভাঙলেন দিলীপ

আরও পড়ুন:  পিটিয়ে চামড়া তুলে দেওয়ার হুঙ্কার দিলেন রাজ্যের বিরোধী দলনেতার Suvendu Adhikari