Farming: ফের রাজ্য জুড়ে বৃষ্টির ভ্রুকুটি, আতঙ্কে আলু চাষিরা

0
145

বাঁকুড়া: বেশ কিছুদিন আগেই টানা কয়েকদিনের বৃষ্টিতে নাজেহাল অবস্থা হয়েছিল রাজ্যবাসীর। রীতিমত বন্যার পরিস্থিতি দেখা দিয়েছিল বাংলায়। অকাল বৃষ্টিতে মাঠেই নষ্ট হয়েছে ধান, ক্ষতির সম্মুখীন হয়েছিলেন আলু চাষিরাও।

আরও পড়ুন-তৃণমূল নেতার বাড়িতে চলল গুলি-হামলা, উত্তেজনা এলাকায়

- Advertisement -

সেই পরিস্থিতি সামাল দিতে না দিতেই ফের রাজ্য জুড়ে বৃষ্টির ভ্রুকুটি। এই অবস্থায় চরম আতঙ্কে ভুগছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের পানরডাঙ্গা এলাকার আলু চাষিরা। বিগত কয়েকটি নিম্নচাপে আগেই যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে, তা ফের একইরকম ক্ষতির সম্মুখীন হতে রাজি নন তাঁরা।

তাই এবার অকাল বৃষ্টির হাত থেকে রেহাই পেতে, আগে ভাগেই আলু তোলার কাজ শুরু করেছেন ওই এলাকার কৃষিজীবী মানুষেরা। যদিও নির্দিষ্ট সময়ের আগেই জমি থেকে আলু তুলে ফেলার ফলে ফলনও কম হবে। ফলে সেক্ষেত্রেও বেশ কিছুটা ক্ষতির সম্মুখীন হবেন বলে এমনটাই জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন-Vaccination: ফের বড় সাফল্য, একদিনেই বুস্টার ডোজের ৯ লক্ষ পার, টুইটে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রসঙ্গত, বাঁকুড়া জেলার মধ্যে সবচেয়ে বেশি আলু উৎপাদিত হয় বিষ্ণুপুর মহকুমা এলাকাতেই। এখানকার আলু জেলা ও রাজ্যের চাহিদা মিটিয়ে ভিন রাজ্যেও রপ্তানি করা হয়। ফলে বাড়তি কিছু রোজগারের সুযোগ তৈরি হয় এখানকার চাষিদের। কিন্তু বারবার নিম্নচাপজনিত বৃষ্টির ফলে এবার সেই আশা আর নেই।

এলাকার আলু চাষিরা জানিয়েছেন, চলতি বছরে প্রথমবার আলু লাগানোর পর বৃষ্টিতে তা নষ্ট হয়ে যায়। ফের আলু বীজ কিনে নতুন করে লাগানো হয়। কিন্তু আসন্ন বৃষ্টির আশঙ্কায় লাভের আশা ছেড়ে আগে ভাগেই আলু তুলে ফেলতে হচ্ছে। এর ফলে বেশ কিছুটা ক্ষতির সম্মুখীন হবেন বলে জানিয়েছেন তাঁরা।